নাটোরের গুরুদাসপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন।
রোববার (৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার কাছিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাটোরের জেলা পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা জানান, নিহতদের মধ্যে ৪ জন পুরুষ, একজন নারী ও এক শিশু রয়েছে।
নিহত তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন: নাটোরের গুরুদাসপুরের খামার পাথুরিয়ার বেলাল হোসেনের মেয়ে তানজিমা বিথী (২৭), টাঙ্গাইলের সরাতৈল এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে আল মামুন (৩২), কুষ্টিয়ার ফিলিপনগরের নিহারুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (২৫)।
পুলিশ জানায়, একটি মিনি ট্রাকে কিছু মানুষ কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলো। ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। আহত হয় ৬ জন। এর মধ্যে এক শিশু হাসপাতালে নেয়ার পথে মারা যায়। বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: বাথরুমে যাওয়ার কথা বলে পালিয়ে গেলো আসামি
চিকিৎসাধীন ৫ জনের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
একাত্তর/আরএ