গণটিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিনে বহু জেলায় ভ্যাকসিন দেয়া হয়নি। অনেকেই টিকা নিতে এসে ক্ষোভ নিয়ে ফিরে গেছেন।
তবে, রাজশাহী মহানগরসহ কয়েকটি জেলায় গণটিকা দেয়া হয়েছে। প্রথম দিনেই বেশিরভাগ টিকা শেষ হওয়ায়, ১৪ আগস্ট বাকি টিকা দিতে চায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
রোববার (৮ আগস্ট), গণটিকা কার্যক্রমের দ্বিতীয় দিনে ভোলায় কোথাও টিকা দেয়া হচ্ছে না জেনে মানুষ ভিড় করতে থাকেন জেনারেল হাসপাতালে।
নিবন্ধনের জন্য হুড়োহুড়ি করে জটলা করেন হাসপাতালের টিকা কেন্দ্রে। এতে করোনার টিকা নিতে এসে যেন উল্টো করোনা সংক্রমণের ঝুঁকি নিচ্ছে সবাই।
মেহেরপুরে প্রথম দিনে ১৩ হাজার ৬৮২ জনকে টিকা দেয়ার কথা থাকলেও, মজুদ আছে মাত্র ২৭০০টি টিকা।
যার কারণে দ্বিতীয় দিনে কোথাও টিকা দেয়া হয়নি। কেন্দ্রে গিয়ে টিকা না পেয়ে ক্ষোভ জানিয়েছেন বহু মানুষ।
আরও পড়ুন: করোনা চিকিৎসায় নানা সংকটে ঝিনাইদহ
গাইবান্ধায় প্রথম দিনেই ৫২ হাজার ২০০ জনকে টিকা দেয়ায় দ্বিতীয় দিনে কোথাও গণটিকা দেয়া হয়নি।
তবে, উৎসবমুখর পরিবেশে দ্বিতীয় দিনে রাজশাহীর ৩০টি ওয়ার্ডের ৮৪টি কেন্দ্র টিকা নিয়েছেন আগ্রহীরা। জামালপুরেও দ্বিতীয় দিনে ইউনিয়নের ৪টি কেন্দ্রে টিকা দেয়া হয়েছে।
এদিকে, রংপুর জেলায় ১৪ আগস্ট দ্বিতীয় দফায় গণটিকা কার্যক্রম চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
একাত্তর/এসজে