কক্সবাজারের উখিয়া বালুখালী টিভি টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে ২ কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৪৭০ ভরি ওজনের ৩৩টি স্বর্ণের বারসহ একজন রোহিঙ্গাকে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
সোমবার (৯ আগস্ট) দুপুর ২টায় বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪ বিজিবির পরিচালক অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ।
আটক ব্যক্তি হলেন, জিরো পয়েন্টে অবস্থিত তমব্রু কোনাপাড়া রোহিঙ্গা ক্যাম্পের মৃত ফজর আহম্মদের ছেলে জয়নুল আবেদীন (৬৫)।
বিজিবি পরিচালক আলী হায়দার জানান, সোমবার কতিপয় চোরাকারবারি অবৈধভাবে স্বর্ণের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে এনে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাবে এমন তথ্যের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর তমব্রু বিওপির সদস্যরা কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউপির টিভি টাওয়ার নামক স্থানে রাস্তার পাশে অবস্থান নেয়। পরে ভোর সাড়ে ৬ টার দিকে মো. জয়নাল আবেদীনকে তল্লাশির জন্য আটক করা হয়।
আরও পড়ুন: ১০ বছরের মাদ্রাসা ছাত্রকে কয়েক দফা বলাৎকার
তিনি আরও জানান, তল্লাশি করে তার কোমরে লুঙ্গির ভাঁজে অতিকৌশলে লুকিয়ে রাখা ২ কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকা মূল্যমানের ৪৭০ ভরি ওজনের মিয়ানমারের ২৪ ক্যারেট/৯৯৯.৯৯ পিওর ৩৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আটক মো. জয়নাল আবেদীনকে উখিয়া থানায় সোপর্দ করা এবং তার নিকট হতে উদ্ধারকৃত স্বর্ণের বার কক্সবাজার ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম চলছে।
বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অভিযানে উখিয়া টিভি টাওয়ারের সামনে থেকে ২ কোটি ৯১ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ৫.৪৮২ কেজি (৪৭০ ভরি) ওজনের ৩৩টি স্বর্ণের বারসহ একজন রোহিঙ্গা আটক।
একাত্তর/এআর