পদ্মা সেতুর পিলারে আবারও একটি ফেরির ধাক্কার ঘটনা ঘটছে। এতে এক নারীসহ দশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ফেটে গেছে ফেরির তলদেশ।
সোমবার (৯ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে ঘটনাটি ঘটে।
জানা যায়, মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ১০ নম্বর পিলারে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিটি ধাক্কা দেয়। জাহাঙ্গীর ফেরিটি মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসে।
প্রবল বেগে ধাক্কার কারণে ফেরিতে থাকা একটি ট্রাক উল্টে পাশে দাঁড়িয়ে থাকা দুইটি প্রাইভেটকারের উপর পড়লে কার দুইটি দুমড়েমুচড়ে যায়।
আরও পড়ুন: মূল দল পাঠাচ্ছে না নিউজিল্যান্ড! ফল হবে অস্ট্রেলিয়ার মতোই?
তবে এসময় কারে যাত্রী না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
প্রাইভেটকারের যাত্রী জনৈক মহিলা জানান, ঘটনার ১০ মিনিট আগে তার দুই সন্তানকে গাড়ি থেকে নামানোর কারণে তারা প্রাণে বেঁচে যায়। তবে তিনি নিজে মাথায় আঘাত পেয়েছেন বলে জানান।
আরও পড়ুন: চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত বগুড়া-জামালপুর ফেরি চলাচল
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ ফয়সাল জানান, বাংলাবাজার থেকে শিমুলিয়া আসার পথে ফেরিটি পিলারে ধাক্কা দেয়। ফেরিতে থাকা একটি ট্রাক অপর আরেকটি প্রাইভেটকারের উপর পরলে প্রাইভেটকারটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ফেরিটি শিমুলিয়া ২নং ঘাটে নোঙরের পর ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনে নামানো হয়েছে।
এদিকে ফেরিতে ক্ষতিগ্রস্ত যানবাহন উদ্ধার করার জন্য শ্রীনগর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ পরিচালনা করছে।
এর আগে গত ২৩ জুলাই পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে রো রো ফেরি ‘শাহজালাল’ এর ধাক্কা লাগে। এতে ফেরিটির কমপক্ষে অর্ধশতাধিক যাত্রী আহত হন। ঘটনার পরপরই ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে বরখাস্ত করা হয়।
একাত্তর/আরএইচ