সেকশন

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
 

পদ্মা সেতুর পিলারে আবারও ফেরির ধাক্কা!

আপডেট : ১০ আগস্ট ২০২১, ০৯:০৪ পিএম

পদ্মা সেতুর পিলারে আবারও একটি ফেরির ধাক্কার ঘটনা ঘটছে। এতে এক নারীসহ দশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ফেটে গেছে ফেরির তলদেশ। 

সোমবার (৯ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে ঘটনাটি ঘটে। 

জানা যায়, মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ১০ নম্বর পিলারে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিটি ধাক্কা দেয়। জাহাঙ্গীর ফেরিটি মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসে। 

প্রবল বেগে ধাক্কার কারণে ফেরিতে থাকা একটি ট্রাক উল্টে পাশে দাঁড়িয়ে থাকা দুইটি প্রাইভেটকারের উপর পড়লে কার দুইটি দুমড়েমুচড়ে যায়। 

আরও পড়ুন: মূল দল পাঠাচ্ছে না নিউজিল্যান্ড! ফল হবে অস্ট্রেলিয়ার মতোই?

image


তবে এসময় কারে যাত্রী না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

প্রাইভেটকারের যাত্রী জনৈক মহিলা জানান, ঘটনার ১০ মিনিট আগে তার দুই সন্তানকে গাড়ি থেকে নামানোর কারণে তারা প্রাণে বেঁচে যায়। তবে তিনি নিজে মাথায় আঘাত পেয়েছেন বলে জানান। 

আরও পড়ুন: চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত বগুড়া-জামালপুর ফেরি চলাচল

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ ফয়সাল জানান,  বাংলাবাজার থেকে শিমুলিয়া আসার পথে ফেরিটি পিলারে ধাক্কা দেয়। ফেরিতে থাকা একটি ট্রাক অপর আরেকটি প্রাইভেটকারের উপর পরলে প্রাইভেটকারটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ফেরিটি  শিমুলিয়া ২নং ঘাটে নোঙরের পর ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনে নামানো হয়েছে।

এদিকে ফেরিতে ক্ষতিগ্রস্ত যানবাহন উদ্ধার করার জন্য শ্রীনগর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ পরিচালনা করছে। 

এর আগে গত ২৩ জুলাই পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে রো রো ফেরি ‘শাহজালাল’ এর ধাক্কা লাগে। এতে ফেরিটির কমপক্ষে অর্ধশতাধিক যাত্রী আহত হন। ঘটনার পরপরই ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে বরখাস্ত করা হয়। 

একাত্তর/আরএইচ

বরগুনায় স্কুল পড়ুয়া কিশোরীকে ধর্ষণ ও তার বাবাকে হত্যার ঘটনায় ভুক্তভোগী শিশু ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
যশোরে বাড়ির ভেতরে ঢুকে মীর সামির সাকিব সাদী নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।
দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই দাবিতেসর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ...
সুন্দরবন উপকূলের বিভিন্ন এলাকায় মোংলা কোস্টগার্ডের আলাদা অভিযানে ২০৫ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। এসময় আটক করা হয়েছে এক শিকারীকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ আত্মসাতের অভিযোগে বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যের ফলে বাংলাদেশের অর্থনীতিতে বহুপাক্ষিক বা দ্বিপাক্ষিক সম্পর্কের কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 
সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের স্বার্থ সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক হিসাবের ৩৯৪ কোটি ৬০ লাখ টাকা ফ্রিজ...
বরগুনায় স্কুল পড়ুয়া কিশোরীকে ধর্ষণ ও তার বাবাকে হত্যার ঘটনায় ভুক্তভোগী শিশু ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত