পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়ায় রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ভারপ্রাপ্ত মাষ্টার কর্মকর্তা এবং ইনল্যান্ড মাষ্টার দেলোয়ারুল ইসলাম ও হুইল সুকানি আবুল কালাম আজাদকে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করেছে বিআইডব্লিউটিসি।
মঙ্গলবার (১০ আগস্ট) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের দপ্তরাদেশে তাদের বরখাস্ত করা হয়। নৌপরিবহন মন্ত্রনালয়ের সিনিয়র তথ্য অফিসার মোঃ জাহাঙ্গীর আলম খান এতথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, এই ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সার্বিক তদন্তের পর আগামী তিন দিনের মধ্যে দোষী ব্যক্তিদের শনাক্ত করে সুপারিশহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
আরও পড়ুন: পদ্মা সেতুর পিলারে আবারও ফেরির ধাক্কা!
উল্লেখ্য, সোমবার (৯ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ১০ নম্বর পিলারে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিটি ধাক্কা দিলে ফেরিতে থাকা একটি ট্রাক উল্টে পাশে দাঁড়িয়ে থাকা দুইটি প্রাইভেটকারের উপর পড়ে যায়।
এতে এক নারীসহ আহত হন দশজন।
এর আগে গত ২৩ জুলাই পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে রো রো ফেরি ‘শাহজালাল’ এর ধাক্কা লাগে। এতে ফেরিটির কমপক্ষে অর্ধশতাধিক যাত্রী আহত হন। ঘটনার পরপরই ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে বরখাস্ত করা হয়।