ময়মনসিংহ মেডিকেলে গত ২৪ ঘন্টায় করোনায় ছয় জন ও উপসর্গে চারজন মারা গেছেন। ময়মনসিংহ মেডিকেলের ফোকাল পার্সন ডা মহিউদ্দিন খান জানান, করোনায় মৃতদের মধ্যে চারজন নারী ও দুইজন পুরুষ। বয়স ৩৫ থেকে ৮০ বছর।
উপসর্গে মৃতদের মধ্যে ময়মনসিংহের তিনজন ও নেত্রকোনার একজন রয়েছেন। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে নতুন করে ভর্তি হয়েছেন ৬৯ জন। এ নিয়ে চিকিৎসা নিচ্ছেন ৪২০ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ২০ জন।
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন। মহানগরে মারা গেছেন ৮ জন এবং উপজেলায় মারা গেছেন ৪ জন। এনিয়ে মোট মৃতের সংখ্যা ১০৯৪ জন।
গত ২৪ ঘণ্টায় ২৮৮৩ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৭৭২ জনের। এর মধ্যে মহানগরে আক্রান্ত হয়েছেন ৪৪৪ জন, উপজেলায় আক্রান্ত হয়েছে ৩২৮ জন। নমুনা পরীক্ষা সাপেক্ষে আক্রান্তের হার ২৬.৭৭ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্ত ৯২৬৭৯ জন।
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৪ জন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান এসব তথ্য নিশ্চিত করেন। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১৮৬ জনের নমুনায় ৩১ জন করোনা পজিটিভ। মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৪১৫ জন এর মধ্যে গতকাল নতুন করে ৯৮ জনসহ সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৩৫ জন এবং মোট মৃত্যু ২০০ জন।
সর্বশেষ জেলায় বর্তমানে মোট করোনা রোগীর সংখ্যা ১ হাজার ৬২১ জন এর মধ্যে ৭০ জন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হলুদ ও লাল জোনে এবং ১ হাজার ৩৮১ জন জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
একাত্তর/ এনএ