ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ঢাকা-মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ ট্রাক, ২টি মোবাইল ফোন ও নগদ দুই হাজার ছয়শ' ত্রিশ টাকা জব্দ করা হয়।
আরও পড়ুন: রাঙ্গামাটির দুর্গম বড়থলিতে হেলিকপ্টারে পৌঁছল টিকা
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ পিকআপযোগে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
একাত্তর/এসজে