সেকশন

বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
 

স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে নারী বাবুর্চিকে শ্লীলতাহানির অভিযোগ

আপডেট : ১২ আগস্ট ২০২১, ১০:২১ এএম

টাঙ্গাইলের ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মহীউদ্দিন আহমেদের বিরুদ্ধে ওই হাসপাতালের এক নারী বাবুর্চি (কুক) শ্লীলতাহানির অভিযোগ এনেছেন।

এছাড়াও ওই বাবুর্চির ভাগ্নিকেও কু-প্রস্তাবসহ হাসপাতালে পরিছন্নতাকর্মী হিসেবে চাকরি দেয়ার কথা বলে ভুয়া নিয়োগপত্র দিয়ে লাখ টাকা হাতিয়ে নেয়ার লিখিত অভিযোগ করেছেন নারী বাবুর্চি শিল্পী বেগম।

অভিযোগে জানা গেছে, ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মো. মহীউদ্দিন হাসপাতালের বাবুর্চি (কুক) ওই নারীসহ তার ভাগ্নিকে হাসপাতালের তার (টিএইচও) কোয়ার্টারে যেতে বলেন। পরে ওই বাবুর্চি ও তার ভাগ্নি স্বাস্থ্য কর্মকর্তার কোয়াটারে গেলে তাদের দুইজনকেই কু-প্রস্তাব দেয় অভিযুক্ত।

অভিযোগ, ওই চিকিৎসের প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি ওই বাবুর্চিকে শ্লীলতাহানির চেষ্টা করেন এবং মারধোর করেন। পরে ওই নারীর গলায় ফাঁস লাগাতে যান অভিযুক্ত। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে।

ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের বাবুর্চি (কুক) মোছা. শিল্পী বেগম বলেন, মহীউদ্দিনের বিরুদ্ধে জেলা প্রশাসক, জেলা সিভিল সার্জন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তিনি চাকরি দেয়ার নামে দু’দফায় দেড় লাখ টাকা নিয়েছেন। সর্বশেষ আমাকে ও আমার ভাগ্নিকে কুপ্রস্তাব দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে, অভিযোগ অস্বীকার করে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহীউদ্দিন বলেন, কে বা কার প্ররোচনায় তিনি এ অভিযোগ করেছেন, সেটি আমি জানি না। এটি বানোয়াট।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান বলেন, যেহেতু ঘটনাটি স্পর্শকাতর। তাই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ওই অভিযোগপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠিয়েছি।

আরও পড়ুন: জামালপুরে সমিতির কিস্তি দিতে না পারলে জরিমানা ও মারধর

জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহবুদ্দিন খান বলেন, ভূঞাপুর হাসপাতালের বাবুর্চি (কুক) -এর লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, অভিযোগ পাওয়ার পরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা সিভিল সার্জনকে বলা হয়েছে।


একাত্তর/আরএ

নারায়ণগঞ্জ থেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এছাড়া ময়মনসিংহ থেকে আরও চার রোহিঙ্গাকে...
নাটোরে ভিডিও ও ছবি নেওয়ার সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাময়িক বরখাস্ত পুলিশ সুপার এসএম ফজলুল হকের জামিন নাকচ হয়েছে।
সাভারের আশুলিয়ায় ককটেল ফাটিয়ে ও স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা করে ডাকাতির ঘটনার আট দিন পর দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছয় ডাকাত গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।  উদ্ধার করা হয়েছে লুটের ১৩ ভরি...
বরগুনায় স্কুল পড়ুয়া কিশোরীকে ধর্ষণ ও তার বাবাকে হত্যার ঘটনায় ভুক্তভোগী শিশু ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ। আর তার জন্য অবসর ভাঙিয়ে ফেরানো হয়েছে সুনীল ছেত্রিকে। এই ঘটনায় রীতিমত রেগে আগুন ভারতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বাইচুং ভুটিয়া। জানিয়েছেন, তরুণদের সুযোগ না দিয়ে এবং তাদের...
সৌদিতে ১২ দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষ করে দেশে ফিরেছেন জামাল ভুইয়ারা। ভিআইপি গেট দিয়ে একে একে বের হচ্ছিলেন জামাল রাকিব তারিক কাজীরা। কিন্তু ক্যামেরার ফ্রেম খুজে ফিরছিলো একটি মুখকে। ইতালির বংশদ্ভুত...
ইনজুরি ছিটকে দিলো লিওনেল মেসিকে। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার স্কোয়াড থেকে বাদ পড়লেন এলএমটেন। মেসির না থাকার খবর নিশ্চিত করেছে ইন্টার মায়ামি কর্তৃপক্ষ। সুস্থ হতে সময় লাগবে, আর পুরোটা সময় লিও...
দলের ভেতর দুর্বলতা যাই থাকুক, বাংলাদেশ আর মালদ্বীপকে এক কাতারে দেখছে ভারত। এশিয়ান কাপ বাছাইয়ে হামজাদের বিপক্ষে মাঠে নামার আগে প্রেসার ট্যাকটিক্স অ্যাপ্লাই করলেন ইন্ডিয়ান ডিফেন্ডার রাহুল ভেকি।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত