রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাইপাস এলাকা থেকে প্রায় ১১ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮। এসময় একটি জীপ গাড়িও জব্দ করা হয়।
বুধবার (১১ আগস্ট) র্যাব-৮ (সিপিসি-২) ফরিদপুর ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, র্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে বিপুল পরিমাণ মাদক মাগুরা টু ঢাকা মহাসড়ক হয়ে পাচার হচ্ছে। এরপর অভিযান পরিচালনা করা হয়।
আটক দুইজন হলেন, যশোর জেলার বেনাপোল উপজেলার সাদিপুর গ্রামের মোঃ আকরাম আলীর ছেলে সোহাগ হোসেন (৩০) ও কোতয়ালী থানার পিয়ারী মহন রোড এলাকার মৃত এমএস আলম খানের ছেলে শাহারিয়ার আলম খান (৪৪)।
র্যাব জানায়, আটকের সময় অভিযুক্তদের কাছ থেকে ১০ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৬টি সিম কার্ডসহ ৪টি মোবাইল ফোন, নগদ ৯ হাজার ৩০০ টাকা ও একটি পাজারো জীপ জব্দ করা হয়।
আরও পড়ুন: স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে নারী বাবুর্চিকে শ্লীলতাহানির অভিযোগ
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন তারা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে তারা দেশের বিভিন্ন জায়গায় মাদক সরবারহ করে আসছিলো।
আটককৃতদের রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
একাত্তর/আরএ