সেকশন

শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
 

বরযাত্রার দিন হলো শবযাত্রা, বিয়ের প্যান্ডেলেই জানাজা বরের

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ১২:২৭ এএম

সকাল হলেই শুরু হয়ে যেতো বিয়ে আয়োজন। চলতো বরযাত্রার প্রস্তুতি। তবে সেটি আর হয়ে ওঠেনি। বরযাত্রাটি বিষাদে ভরে রূপ নিলো শবযাত্রায়। বিয়ের আগের রাতেই নিথর হয়ে গেলো হবু বর। যে প্যান্ডেলে আনন্দোৎসব হওয়ার কথা ছিল, সেখানেই হলো তার জানাজা।

ঘটনাটি বগুড়া জেলার শিবগঞ্জ থানার দেউলী ইউনিয়নের রহবল দক্ষিণপাড়া গ্রামের।  বৃহস্পতিবার বাড়ি থেকে তার বরযাত্রার কথা থাকলেও সকালে শোবার ঘরে তার নিথর দেহ পাওয়া যায়।

মৃত ওই যুবকের নাম আল আমিন (২৭)। তিনি ওই গ্রামের আলম আকন্দের ছেলে। আল আমিন বগুড়া সরকারি আজিজুল হক কলেজে মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি সংসারের কাজ করতেন।

পরে বিয়ের প্যান্ডেলে জানাজা শেষে দুপুরে তার লাশ দাফন করা হয়।

স্থানীয়রা জানান, একই উপজেলার রায়নগর ইউনিয়নের টেপাগাড়ী গ্রামে আল আমিনের বিয়ে ঠিক হয়। বাড়িতে আত্মীয়স্বজনে ভরপুর ছিল। বুধবার পরিবারের সদস্যরা বর-কনের গায়েহলুদের আয়োজন করেন। বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বরযাত্রার কথা ছিল। সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। দরজা খুলে বিছানায় আল আমিনের নিথর দেহ দেখতে পাওয়া যায়। 

তার মৃত্যুতে দুটি পরিবারে শোকের ছায়া নেমে আসে। বরযাত্রার সময় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিয়ের প্যান্ডেলের কাছে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।

আরও পড়ুন: এক রেট নির্ধারণ, ১ সেপ্টেম্বর থেকে কম দামে মিলবে ইন্টারনেট

পরিবারের উদ্ধৃতি দিয়ে দেউলী ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হাই প্রধান জানান, আল আমিন উচ্চ রক্তচাপে ভুগছিলেন। স্বজনদের ধারণা, তিনি ঘুমের মধ্যে স্ট্রোকে মারা গেছেন। 

বাবা আলম আকন্দ জানান, ছেলের মৃত্যুর ব্যাপারে তাদের কোনো সন্দেহ বা অভিযোগ নেই।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, সাংবাদিকদের কাছে এমন ঘটনা শুনলেও পরিবারের কেউ থানায় জানায়নি। 

একাত্তর/এসি

পটুয়াখালী, বাউফলের ধূলিয়া এলাকা, তেতুলিয়া নদী, তরমুজবাহী ট্রলার, ডাকাতের আক্রমণ, ডাকাত দলের এক সদস্যকে আটক,
নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারের হকার্স মার্কেটে আগুন লেগে অন্তত ছয়টি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঢাকা থেকে বন্ধুদের নিয়ে নরসিংদীতে ঘুরতে গিয়ে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো এক জন।
যারা দেশকে ১৯৪৭ এর আগে নিয়ে যেতে চায়, যারা ’৫২ ও ’৭১ স্বীকার করে না এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা স্বীকার করে না, তারা এ দেশে জনগণের কাছে ভোট চাওয়ারও অধিকার রাখে না। একাত্তর...
নির্বাচনকেন্দ্রিক সংস্কার শেষ করে দ্রুতই সংসদ নির্বাচন দেয়ার কথা জাতিসংঘকে জানিয়েছে বিএনপি। আর সুষ্ঠু নির্বাচনের জন্য জাতিসংঘের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে জাতীয় নাগরিক পার্টি...
ইরানের পরমাণু ইস্যু নিয়ে বেইজিংয়ে চীন, রাশিয়া ও ইরানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে যোগাযোগ জোরদার ও পরমাণু ইস্যুতে আলোচনা পুনরায় শুরু করার পথ প্রশস্ত করার প্রস্তাব এসেছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন। শনিবার (১৫ মার্চ) সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘের নতুন ভবনে এক অনুষ্ঠানে...
নতুন দল গঠন করে ছাত্রনেতারা যে বক্তব্য দিচ্ছে তাতে আবারও ১/১১ এর মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়কার মতো ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত