চুয়াডাঙ্গায় আবারও পারদ নামতে শুরু করেছে। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দেশের পশ্চিমাঞ্চলের এ জেলা। হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
ঘন কুয়াশার সাথে উত্তরের হিমেল হাওয়া জেলার জনজীবন কাবু করে দিচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে কর্মজীবী মানুষ। হাড়কাঁপানো শীতের মধ্যেই তাদের কর্মস্থলে ছুটতে হচ্ছে।
এদিকে ঘন কুয়াশার কারণে যানবাহনগুলোকে হেড লাইট লাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আজ এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।