হাতিয়ার ভাসানচর থেকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পের উদ্দেশ্যে পালাতে গিয়ে নোয়াখালীর সুবর্ণচরে আট রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।
শনিবার (১৪ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক।
ওসি মো.জিয়াউল হক জানান, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন আক্তার মিয়ার হাট এলাকা থেকে আটজন রোহিঙ্গা স্থানীয় জনগণ আটক করে। আটককৃত রোহিঙ্গারা দালালের মাধ্যমে ভাসানচর থেকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প এর উদ্দেশ্যে যাচ্ছিলেন। দালাল কৌশলে রোহিঙ্গাদের মোহাম্মদপুর ইউনিয়ন আলা উদ্দীন ঘাটে নামিয়ে দিয়ে যান বলে জানা যায়। পরে স্থানীয়রা তাদের আটক করে চরজব্বার থানার পুলিশের কাছে সোপর্দ করে।
আরও পড়ুন: অনুশীলনে সারাক্ষণ পাশাপাশি মেসি আর নেইমার
আটককৃতরা হলো, জিগার আলম (২৫), স্ত্রী রোকেয়া আক্তার (২০), রামিদা (২৯) এবং এসময় তাদের পাঁচজন শিশু ছিলো।
তিনি আরও জানান, ভাসানচর থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফের ভাসানচরে পুশ ব্যাক করা হবে।
একাত্তর/আরবিএস