ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ময়মনসিংহগামী একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এরপর হাসপাতালে নেয়ার সময় মারা গেছেন আরও দুইজন। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার বৈলর বড়পুকুরপাড় এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ময়মনসিংহের হালুঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়া ইমাম পরিবহনের একটি বাস নুরুর দোকান এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালু বোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মনিম সারোয়ার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। আহতদের উদ্ধার করে ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন: হাইতিতে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, তাৎক্ষণিক হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।
তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
একাত্তর/আরএ