১৫ আগস্টের নৃশংসতা ভুলে যায়নি গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার মানুষ। এখনো বঙ্গবন্ধুর পাঁচ খুনি দেশের বাইরে পালিয়ে আছে। এনিয়ে তাদের জমা আছে অনেক ক্ষোভ।
তাদের দাবি, দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির সাজা কার্যকর করা হোক। তাহলেই কেবল জাতির কলঙ্ক মোচন হবে।
১৫ আগষ্ট, ১৯৭৫। বঙ্গবন্ধুকে হত্যার পর ১৬ আগষ্ট দুপুরে হেলিকপ্টারে মরদেহ নিয়ে যাওয়া হয় তাঁর জন্ম ভিটায়।
মরদেহ কাউকে দেখতে না দিয়ে, তড়িঘড়ি গোসল, কাফন, জানাজা ছাড়াই দাফন করতে চেয়ে ছিলো খুনিরা।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফেরাতে অগ্রগতি নেই
কিন্তু একজন ইমাম ও এলাকার মানুষ এতে বাধা দিলে, খুনিরা প্রথমে ১৫ মিনিট ও পরে আধা ঘন্টার সময় বেধে দেয় তার গোসল, জানাজা ও দাফনের জন্য।
জানাজার আগে কাপড় ধোয়ার ৫৭০ সাবানে বঙ্গবন্ধুর মরদেহ গোসল করানোর পর, রিলিফের কাপড় কাফন হিসাবে ব্যাবহার করা হয়।
সেই নৃশংসতার পাঁচ খুনি এখনো দেশের বাইরে পালিয়ে আছে। জাতিসংঘের কাছে তাদের কোন আইনি সহায়তা না দিয়ে দেশে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন গোপালগঞ্জের মানুষ।
সরকারের কাছেও তাদের দাবি, বঙ্গবন্ধুর খুনিদের দেশের মাটিতে ফিরিয়ে এনে জনতার আদালতে বিচারের রায় কার্যকর করা হোক।
একাত্তর/এআর