সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে ভাই বোনের মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার চর দোগাছী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই গ্রামের মোকলেসের মেয়ে মুন্নি খাতুন (১৪) ও আবু তালহা (৭)।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রাকিবুল হুদা জানান, বিকেলে মোকলেসের বসত ঘরের মধ্যে বিদ্যুতের একটি ছেঁড়া তার একটি স্টিলের বাক্সের সাথে লেগে বিদ্যুতায়িত হয়ে যায়। এমতাবস্থায় শিশু তালহা ওই বাক্স স্পর্শ করলে সেও বিদ্যুতায়িত হয়ে যায়। তাকে উদ্ধার করতে তার বড় বোন মুন্নি তাকে স্পর্শ করে। এতে সেও বিদ্যুতায়িত হয়ে পড়ে।
আরও পড়ুন: তালেবানের বছরে আয় ৪০০ মিলিয়ন ডলার!
পরে স্থানীয়রা দুই ভাইবোনকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
একাত্তর/আরএইচ