বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গে মোট ১০ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ আগস্ট) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানিয়েছেন, গেল চব্বিশ ঘণ্টায় বরিশাল জেলায় ৩ জন আর পটুয়াখালী জেলায় ১ জন মিলিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে করোনায়।
এদিকে শেরেবাংলা মেডিক্যালের পরিচালকের দেয়া তথ্যানুযায়ী, তার হাসপাতালে উপসর্গে মৃত্যু হয়েছে ৬ জনের। এই হিসেবে বরিশাল বিভাগে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১০ জনের।
শেরেবাংলা মেডিক্যালে নতুন করে ৬ জন রোগী নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৬৯ জন। এরমধ্যে অবজারভেশন কক্ষে ১০৩ জন আর করোনা ওয়ার্ডে ৬৬ জন চিকিৎসা নিচ্ছে।
আরও পড়ুন: ময়মনসিংহ মেডিক্যালে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু
বিভাগের ৬ জেলায় নতুন করে করোনা পজিটিভ মিলেছে ৩২২ জনের। এরমধ্যে বরিশাল জেলায় ১৪৬ জন এরপর ভোলা জেলায় ৭২ জন আর পটুয়াখালী জেলায় ৪৩ জন রয়েছে।
শেরেবাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৯ টেস্টে ৫০ জন পজিটিভ এই হার ২৬.৪৫ ভাগ।
করোনায় যে ৪ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ২ জন নারী ২ জন পুরুষ যাদের বয়স ৫০ থেকে ৭৫ বছরের মধ্যে।
একাত্তর/এসজে