ময়মনসিংহ মেডিক্যালে গত ২৪ ঘন্টায় করোনায় চারজন ও উপসর্গে ছয় জন মারা গেছেন।
বুধবার (১৮ আগস্ট) ময়মনসিংহ মেডিক্যালের ফোকাল পার্সন ডা মহিউদ্দিন খান জানান, করোনায় মৃতদের মধ্যে ময়মনসিংহের দুইজন, জামালপুর নেত্রকোনার একজন করে রয়েছেন। এদের মধ্যে দুইজন পুরুষ ও দুজন নারী। বয়স ৪৫ থেকে ৮৫ বছর।
উপসর্গে মৃতদের মধ্যে ময়মনসিংহের চারজন, নেত্রকোনা ও সুনামগঞ্জের একজন করে রয়েছেন।
আরও পড়ুন: বরিশাল বিভাগে করোনা ও উপসর্গে ১০ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩৫ জন। এই নিয়ে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৩০৪ জন।
ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘন্টায় ১০৬১টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছে ২০১ জন। সংক্রমণের হার ১৮ দশমিক ৯৪ শতাংশ।
একাত্তর/এসজে