দুটি সেতুর অভাবে সব ধরণের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দুর্গম চর শোলমারির ১৫ হাজার মানুষ।
চরের বাসিন্দারা বলছেন, সরকার তাদের উন্নয়নে কয়েকটি প্রকল্পের কাজ শুরু করেছে। কিন্তু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না হলে কোন প্রকল্পই টেকসই হবে না।
ভোটমারি থেকে শোলমারির চরের দূরত্ব মাত্র ছয় কিলোমিটার। অথচ এখনো নৌপথ ছাড়া সেখানে যাওয়ার কোন পথ নেই।
শুধু যোগাযোগের কারণে নূন্যতম নাগরিক সুবিধা নেই তিনটি ওয়ার্ডের মানুষের। বাসিন্দারা বলছেন তাদের জীবনের নিরাপত্তা বলে কিছু নেই।
নৌপথে শোলমারি যেতে সময় লাগে পাঁচ ঘণ্টা। নেই সড়ক। এলাকার মানুষ বলছেন, ৫০ বছর ধরে যোগেন বাদিয়ার ঘাট এলাকার কাছাকাছি তারা দুটি সেতু নির্মাণের দাবি তুলছেন।
এদিকে চরের মানুষের জীবনমান বদলে সেখানে একটি সৌর বিদ্যুৎ প্রকল্পসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। ওই সব প্রকল্পে কাজ পেয়েছেন বহু মানুষ।
এসব প্রকল্প নিয়ে মানুষ আশাবাদীও হচ্ছেন। উন্নয়ন প্রকল্পের কর্মকর্তারাও মনে করেন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছাড়া এখানে কোন প্রকল্পই টেকসই হবে না।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী জানান, সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। সরকারি সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে এরই মধ্যে ।
শৌলমারীর সাতটি গ্রামে বসবাস করছেন প্রায় ১৭ হাজার মানুষ।
একাত্তর/এআর