ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মালবাহী নসিমন চাপায় মো. সোহেল (১৮) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত সোহেল ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে ও ঢাকার আশুলিয়া এলাকার একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের দালাল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন নিহতের ঘটনা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ভোলা সদর হাসপাতালে রয়েছে। এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ভাসানচরে পালানোর সময় ৬ রোহিঙ্গা ও ৫ দালাল আটক
নিহতের পরিবার জানায়, করোনার কারণে সে গত কয়েকমাস ধরে বাড়িতে ছিলো। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে লালমোহনের উদ্দেশ্যে রওনা হয়। পরে বোরহানউদ্দিনের দালাল বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
নসিমন চাপায় সোহেল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন হাসপাতালে নেয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একাত্তর/আরবিএস