উজানের ভারী বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে এক দিনের ব্যবধানে আবারো নীলফামারীতে বিপদসীমা ছাড়িয়েছে তিস্তা নদীর পানি। ডায়িলা পয়েন্টে পানি বিপদসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল থেকে নদীর পানি বৃদ্ধি পেয়ে দুপুর পর্যন্ত একই অবস্থা অব্যাহত রয়েছে। অথচ বুধবার (১৮ আগস্ট) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত নদীর পানি বিপদসীমার ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিলো।
সকাল থেকে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীর তীরবর্তী জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার ১৫টি চরগ্রাম নদীর পানিতে প্লাবিত হয়েছে। এসব গ্রামের অনন্ত পাঁচ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা ব্যারেজের সবকটি জলকপাট খুলে রেখে পানি নিয়ন্ত্রণ করছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
পানি উন্নয়ণ বোর্ড নীলফামারীর ডালিয়া বিভাগের বন্যা পূর্ভাবস ও সর্তকীকরণ কেন্দ্র জানায়, তিস্তা নদীর উজান ভারত অংশে টানা বৃষ্টিপাত হওয়ায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বুধবার বিকালের পর থেকে নীলফামারীতে বাড়তে থাকে তিস্তা নদীর পানি। গত ২৪ ঘন্টায় তিস্তা ব্যারেজ এলাকায় আট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
আরও পড়ুন: রাজবাড়ীতে পদ্মার পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপরে
এদিকে ভারতের কেন্দ্রীয় পানি কমিশনের ওয়েব সাইটের তথ্য মতে, ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় এবং পাহাড়ি ঢলে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর একটা পর্যন্ত দোমোহানি পয়েন্টে নদীর পানি বিপদসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। দোমোহানি পয়েন্টে গেল ২৪ ঘন্টায় ৯৮ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে দোমোহানি কর্তৃপক্ষ। দোমোহানি পয়েন্টে নদীর পানির বিপদসীমা ৮৫ দশমিক ৯৫ মিটার।
তবে দুপুরের পর থেকে সেখানে নদীর পানি কমবে বলে তথ্য দিয়েছে ভারতের কেন্দ্রীয় পানি কমিশনের ওয়েব সাইড।
একাত্তর/আরবিএস