সেকশন

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
 

বরিশালে ইউএনওর বাসায় হামলায় ১৩ জন গ্রেপ্তার

আপডেট : ২০ আগস্ট ২০২১, ০৯:৫৮ এএম

বরিশালে সদর ইউএনওর নিরাপত্তারক্ষী আনসার সদস্যদের গুলিতে আহত ৩০ জনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাড়িয়েছে ১৩ জন। 

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, নগরীর কালিবাড়ি সড়কে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র বাসভবনে বাড়তি পুলিশ এবং র‍্যাব মোতায়েন আছে। এসময় নারী কাউন্সিলরা মেয়রের বাস ভবনে ঢুকতে গেলে পুলিশ বাঁধা দেয়। এ নিয়ে নারী কাউন্সিলররা ক্ষোভ প্রকাশ করেন।

পুলিশ জানিয়েছে, তৃতীয় কোন পক্ষ যেন সুযোগ না নিতে পারে তাই তারা মেয়রের বাসভবনের নিরাপত্তার জন্য এসেছেন।

বুধবার (১৮ আগস্ট) রাতে বরিশাল সিটি কর্পোরেশনের কর্মীরা শোক দিবসে শুভেচ্ছা ব্যানার খুলতে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান বাঁধা দেন। কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়। 

খবর পেয়ে ঘটনাস্থলে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ উপস্থিত হলে ফের গুলি চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তার বাস ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা। তারা পঞ্চাশ রাউন্ডের উপরে গুলি চায় বলে দাবি করেছে নেতাকর্মীরা। 

আওয়ামী লীগ ও ছাত্রলীগের আহত নেতাকর্মীদের দাবি, নগরীতে টানানো শুভেচ্ছা ব্যানার খুলতে গিয়ে সিএন্ডবি সড়কে উপজেলা পরিষদের সামনে গেলে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার বাঁধার সম্মুখীন হয়। এক পর্যায়ে বচসা থেকে সংঘাত তৈরী হলে ঘটনা নগরীতে ছড়িয়ে পড়ে। 

আরও পড়ুন: ভাসানচরে পালানোর সময় ৬ রোহিঙ্গা ও ৫ দালাল আটক 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান বলেছেন, সংরক্ষিত এলাকায় ছাত্রলীগের নেতারা মটরসাইকেল নিয়ে রাতের বেলায় ব্যানার খুলতে আসায় তিনি বিষয়টি সকালে দেখবেন বলে আশ্বস্ত করলেও তার সাথে বচসায় জড়িয়ে পড়ে। এরপর পরিস্থিতি বেগতিক দেখে তার নিরাপত্তায় থাকা আনসার সদস্যরা গুলি চালায়।

এ ঘটনায় রাতেই বিভাগীয় কমিশনার, নগর পুলিশের কমিশনার এবং জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

এ নিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুচ বলেন, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, ঊর্ধ্বতন নেতাদের নির্দেশ অনুযায়ী তারা পরবর্তী পদক্ষেপ নিবেন।

এ ঘটনায় এখন পর্যন্ত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে ইউএনও এবং পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে।

এদিকে, ঘটনার প্রতিবাদে সকাল থেকে বাস ও লঞ্চ চলাচল বন্ধ থাকার ৭ ঘণ্টা পর যাত্রী দুর্ভোগের কথা বিবেচনায় এনে দুপুর বারোটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।


একাত্তর/এসজে

বঙ্গোপসাগরে জেলের জালে ৩৪ কেজি ওজনের একটি ভোল মাছ ধরা পড়েছে। পরে পাইকারি বাজারে মাছটি বিক্রি হয়েছে সাড়ে তিন লাখ টাকায়।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে।
লক্ষ্মীপুরের রামগতিতে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে উপজেলার চরগাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর এলাকায় এ ঘটনা ঘটে। 
নরসিংদীর মনোহরদীতে সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বেসরকারি নেসলে কম্পানির পিকআপ ভ্যান আটকে প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
বঙ্গোপসাগরে জেলের জালে ৩৪ কেজি ওজনের একটি ভোল মাছ ধরা পড়েছে। পরে পাইকারি বাজারে মাছটি বিক্রি হয়েছে সাড়ে তিন লাখ টাকায়।
দুর্নীতি ও অনিয়মের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে দলীয় পদ বা নির্বাচনে মনোনয়ন না দেওয়াসহ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ‘আশু বাস্তবায়নযোগ্য’ ৯টি সুপারিশের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব চেয়েছে...
জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম 'এনসিপি' নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি)।
বাংলাদেশের সংস্কৃতি অঙ্গণের অগ্রণী ব্যক্তিত্ব, সঙ্গীতজ্ঞ ও ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সন্‌জীদা খাতুন (৯২) মারা গেছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত