রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বিষধর সাপের কামড়ে সুমি আক্তার নামের (১১) এক শিশুর নিহত হয়েছে। নিহত সুমি আক্তার একই গ্রামের মোতাহার হোসেনের মেয়ে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) খানগঞ্জ ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম এ মর্মান্তিক ঘটনা ঘটে।
আরশি নগর লালন স্মৃতি সংঘের প্রতিষ্ঠাতা ও আওয়ামী লীগ নেতা আশরাফুল আলম আক্কাছ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শিশু সুমি তাদের ঘরের চৌকির ওপর বসে টেলিভিশন দেখছিলেন। চৌকি থেকে তার পার মাটির দিকে ঝোলানো ছিলো এমন সময় একটি বিষধর সাপ তার পারে কামড় দেয়।
শিশুটি চিৎকার করলে তার বাড়ির লোকজন ও স্থানীয়দের সহযোগিতায় সাপটিকে মেরে ফেলেন তারা। পরে সাপ ও শিশুটিকে নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালে গেলে সেখানেই মারা যায় শিশুটি।
আরও পড়ুন: বাড়ছে পদ্মার পানি, বইছে বিপদসীমার ওপর দিয়ে
রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়ার স্টাফ ব্রাদার আব্দুল্লাহ আল মামুন ঘটনাটি নিশ্চিত করে বলেন, ওই শিশুটিকে সাপ কামড়ানোর পর হয়তো তারা স্থানীয়ভাবে বিষ নামানোর চেষ্টা করে এবং ব্যর্থ হয়। পরে হাসপাতালে নিয়ে এসেছিলো। হাসপাতালে নিয়ে আশার পূর্বেই তার মৃত্য হয়েছে।
একাত্তর/আরবিএস