টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বিষাক্ত মদপানে তিন যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত দেড়টায় ওই তিন যুবকের মৃত্যু হয়।
নিহতরা হলেন- উপজেলার পাচ এলাসিন গ্রামের জুলহাস মিয়ার ছেলে মোহাম্মদ নাসির মিয়া (২২), বাবুল মিয়ার ছেলে মোহাম্মদ পারভেজ মিয়া (৩৪) ও কাশেম মিয়ার ছেলে মোহাম্মদ আক্কাস মিয়া (২৩)।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যুবক জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে, তিন বন্ধু মিলে মদপান করছিলেন। পরে হঠাৎই তারা অজ্ঞান হয়ে অসুস্থ হয়ে যান। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে নিহতদের পরিবারকে জানায়। পরে তিনজনকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাসির এবং পারভেজকে তাৎক্ষনিক মৃত ঘোষণা করেন।
চিকিৎসারত অবস্থায় রাত দেড়টার দিকে আক্কাসও মারা যায়।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শফিকুল ইসলাম সজীব বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: পদ্মায় প্রবল স্রোত, পাটুরিয়ায় আটকে হাজারের ওপর ট্রাক
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, রাতে তিন বন্ধু মদ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে। আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
একাত্তর/আরএ