কুমিল্লা হোমনায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মনির হোসেন (৪৫) নামের এক পশু চিকিৎসক নিহত হয়েছে। সে উপজেলার মনিপুর গ্রামের মৃত আনুমিয়ার ছেলে।
শুক্রবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার পঞ্চপটি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মো. মনির হোসেন (৪৫) মোটরসাইকেলযোগে তিতাস উপজেলা দিকে যাওয়ার সময় পঞ্চবটি নামকস্থানে এক শিশু মোটরসাইকেলের সামনে এসে পড়ে। শিশুকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মাথায় মারাত্মক আঘাত পায় মনির।
আহত অবস্থায় তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মনির পেশাগত জীবনে পশু চিকিৎসক ছিলেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে ব্যবসায়ী নিহত
কর্তব্যরত চিকিৎসক ডা. ফেরদৌস মিয়া জানান, মনির হোসেনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছিলো।
একাত্তর/আরএ