সেকশন

রোববার, ২২ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২
 

কনফারেন্সে যাওয়ার পথে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত চার

আপডেট : ১৯ মে ২০২৫, ১২:১৩ পিএম

রংপুরে কনফারেন্সে যাওয়ার পথে ঠাকুরগাঁও-দিনাজপুর সড়কের ২৮ মাইলে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও তিনজন। 

সোমবার (১৯ মে) সকাল ৭টার দিকে বীরগঞ্জ উপজেলার বাবলু ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঠাকুরগাঁও হিসাবরক্ষণ কর্মকর্তা কার্যালয়ের অডিটর জুলফিকার আলী, অডিটর দেলাওয়ার হোসেন, সুপার ইমরুল হোসেন ও গাড়িচালক মানিক। তারা সবাই ঠাকুরগাঁও জেলার বাসিন্দা।

আহতরা হলেন, একই দপ্তরের অডিটর আল-মামুন, আবদুস মান্নান ও মোহাম্মদ নাহিদ। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রংপুরে কনফারেন্সের উদ্দেশ্যে ঠাকুরগাঁও হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে একটি টিম যাওয়ার পথে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে আরও দুজন মারা যান। বাকী তিন কর্মকর্তা গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। 

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসা ডা. রকিবুল আলম চয়ন বলেন, ঘটনাস্থলে দুজন মারা গেছেন। আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে নিয়ে আসা হলে আরও দুজন মারা যান। বাকিদের চিকিৎসা চলমান রয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। 

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার আলম খান গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বীরগঞ্জ এলাকায়। নিহত ব্যক্তিরা ঠাকুরগাঁওয়ের। ঘটনাস্থলে হাইও‌য়ে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিসের লোকজন কাজ করছেন।

আরবিএস
পিরোজপুরের ইন্দুরকানীতে কয়লা বোঝাই একটি ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়ায় দুই উপজেলার কয়েক হাজার মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে।
ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দায় আলাদা সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন।
নাটোর-রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন।
নওগাঁর পত্নীতলায় পিকআপ-ভটভটি সংঘর্ষে পিকআপ চালক মো. জসিম নিহত হয়েছেন। শুক্রবার (২০ জুন) সকাল ৭টার দিকে নজিপুর-বদলগাছী আঞ্চলিক সড়কের খিরসিন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের নামে মামলা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
উপাচার্যবিরোধী আন্দোলনে জড়ানো শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) কর্তৃপক্ষ। 
শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে দিনভর সড়ক অবরোধ ও বিক্ষোভ শেষে রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকা থেকে সরে গেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত