সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বনবিভাগের সদস্যরা ভারতীয় চার জেলেসহ মাছ ধরার জাল ও ট্রলার আটক করেছে।
শনিবার (২১ আগস্ট) রাতে পুষ্পকাটি টহল ফাঁড়ি এলাকার পাকড়াতলী চর হতে তাদের আটক করা হয়।
আটককৃত জেলেরা হলেন- ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাসন্তি পার্বতীপুর ২নং স্কিমের বঙ্কিম মণ্ডলের ছেলে বিকাশ মণ্ডল, ঝড়খালী বাসন্তির বিবেকানন্দ পল্লী অংশের প্রফুল্ল মণ্ডলের ছেলে শিকদার কৃষ্ণ (৪৫), ঝড়খালী বাজার বাসন্তির সুধীর সরদারের ছেলে অলোক সরদার (৩৮) এবং একই গ্রামের ধীরেন সরদারের ছেলে গুরুদাস সরদার (৪৪)।
আরও পড়ুন: টিকা বিক্রিতে জড়িত থাকলে ব্যবস্থা, তদন্ত চলছে: ডিজি স্বাস্থ্য
রোববার (২২ আগস্ট) বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ জানান, আটককৃত ভারতীয় জেলেরা নানা কৌশলে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সুন্দরবন এলাকায় অবৈধভাবে বনজ সম্পদ আহরণ করে আসছিল। সকাল ১০টায় বন মামলা দিয়ে আটক জেলেদের আদালতে পাঠানো হয়েছে।
একাত্তর/এসি