পদ্মার পানি বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে রাজশাহী নিচু এলাকা। এতে পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ।
এরই মধ্যে ঘর ছেড়ে উচু এলাকায় আশ্রয় নিয়েছে কয়েকটি পরিবার। আরো কয়েক নদীর পানি বাড়ার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
একটি মাত্র ঘর। সেই ঘরটিই তলিয়েছে পদ্মার পানিতে। তাই কোন রকমে রাত পার কারার মত ব্যবস্থা করতে কাজে লেগে গেছেন মীরজাহান-মালেহা দম্পতি।
নদীতে মাছ ধরে জীবন চল মীরজাহানের। ঘর বাঁচাতে যেতে পারেননি কাজে, তাই আজ আর জোটেনি খাবার। রান্নার জায়গাটুকুও পানির নিচে।
এমনই দুর্বিষহ জীবন যাপন করছেন রাজশাহী মহানগরীর কমপক্ষে পাঁচশ’ পরিবার। এরই মধ্যে ঘর ছেড়েছেন নদীর পাড়ের মানুষেরা। যাদের ভিটেটুকু কোনমতে রক্ষা পেয়েছে তারা বাস করছেন হাস-মুরগি, গবাদিপশু সাথে নিয়ে।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম সেখ জানান, আগামী আরও কয়েক দিন বাড়বে পদ্মার পানি। এতে বড় বন্যার শঙ্কা না থাকলও ক্ষতিগ্রস্থ হতে পারে নিচু অঞ্চল। বর্তমানে পদ্মার পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
একাত্তর/এআর