সেকশন

সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
 

টয়লেটে শিকলবন্দি সেই শংকরীর পাশে প্রশাসন

আপডেট : ২২ আগস্ট ২০২১, ০৯:০৬ পিএম

মানসিক ভারসাম্য হারিয়ে ২০ বছর শিকলবন্দি শংকরী গুহ। জীবনের অর্ধেকটা সময় কেটেছে পরিত্যক্ত টয়লেটের ভেতরে। ভাঙা চোরা টিনের ছোট্ট একটি কুটির। দুর্গন্ধে যেখানে মানুষের খানিকক্ষণ টিকে থাকাই কঠিন ঠিক এখানেই বছরের পর বছর পাড়ি দিয়ে বেঁচে আছে শংকরী। 

নেত্রকোনার দুর্গাপুরের পৌর শহরের চার নং ওয়ার্ড আমলাপাড়ার স্বর্গীয় শম্ভুলাল গুহের তৃতীয় সন্তান শংকরী। এক সময়ে প্রচণ্ড মেধাবী হওয়া সত্ত্বেও এখন তার জীবন কাটছে চার দেয়ালে বন্দি হয়ে। 

কেউ দেখেনি, কেউ খবরও রাখেনি। তারপরও আঁধারের অন্ধকারে পোকামাকড়ের সাথেই বছরের পর বছর কেটেছে তার। পরিত্যক্ত এই টয়লেটকে নিজের ঘর করে নিয়েছে শংকরী। কোন অভিযোগ নেই, নেই কোন কষ্টের বার্তা। কাউকে দেখলেই ছবি তুলতে মানা করে নিজেই। সামান্য বিস্কুট আর চায়ের কথা শুনে যেন খুশিতে আত্মহারা হয়ে পড়ে। 

পরিত্যক্ত টয়লেটের ভেতর শিকলবন্দি এই শংকরীর জীবনের গল্প নিয়ে একাত্তর টিভিতে একটি প্রতিবেদন প্রকাশিত হয় গত ২০ আগস্ট। প্রতিবেদনটি প্রকাশের পরপরই দেশে ও বিদেশে শুধু হয় আলোচনার ঝড়। 

সামাজিক যোগাযোগ মাধ্যমেও গ্রুপে গ্রুপে ভাইরাল হয় এই নিউজ 

প্রতিবেদনটি নজরে আসে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের। তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে শঙ্করের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন প্রশাসনের কর্মকর্তারা। 

সোমবার বিকেলে দুর্বিষহ জীবন কাটানো শংকরীর খোঁজখবর নিতে তার বাড়ি ছুটে যান ইউএনও রাজিব উল আহসান। বাড়িতে ঢুকেই প্রথমেই পরিত্যক্ত সেই টয়লেটের পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। 

এর কিছুক্ষণ পরেই পরিবারের সদস্যরা আসলে কথা বলেন তাদের সাথে। শংকরীকে আবারো স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চিকিৎসা সহ সকল প্রকার সুযোগ-সুবিধা প্রদানের আশ্বাস দেন ইউএনও। 

image


প্রাথমিকভাবে শংকরী জীবনমান উন্নয়নের একটি ঘর নির্মাণ করে দিতে তার ভাই জীবন লাল গুহের হাতে নগদ ৬ হাজার টাকা, দুই বাণ্ডিল ঢেউটিন এবং খাদ্য সামগ্রীসহ তার প্রাথমিক চিকিৎসার জন্য আরও ৫ হাজার টাকা তুলে দেন। 

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তানজিরুল ইসলাম রায়হান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন ও দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি

রফিকুল ইসলাম রফিকসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

শংকরী গুহের ভাই জীবন লাল গুহ জানান, আমার বউর দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বাড়ির এক কোণে পড়ে ছিলো। আসলে বিষয়টি অনেকটা অমানবিক দেখালেও আমার কোন কিছু করার ছিল না। সামান্য বেতনের একটা চাকরি করি তাতে আমার নিজের সমস্যারই চলে না। বোনকে দেখার ইচ্ছা থাকলেও আমার কোন স্বার্থ নাই। ঐইদিন একজন সাংবাদিক ভাই এসে আমার বোনের হাওড়া থেকে ভিডিও করে নিয়ে যান। পরে নিউজটি পচার কারণ সবাই এখন আমি আমার বোনের খোঁজখবর নিয়েছেন। ইউএনও স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন। এবং বোনের নতুন ঘরের জন্য টিএনও নগদ টাকা ও দিয়েছেন। তাতে অনেক খুশি এবং আশা করছি আমার বোন আবারও সবার সহযোগিতায় সুস্থ হয়ে উঠবে। 

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান জানান, আমরা সরেজমিনে শংকরী গুহকে দেখলাম। প্রাথমিকভাবে আমরা যা বুঝতে পারলাম তিনি দীর্ঘদিনযাবৎ দীর্ঘস্থায়ী মানসিক সমস্যায় ভুগছেন। এটা চিকিৎসাটা ও দীর্ঘস্থায়ী। তারপরও আমরা প্রাথমিকভাবে তাকে পর্যবেক্ষণ করেছি। সাময়িকভাবে আমরা তাকে কিছু চিকিৎসা দিবো এবং কিছু জিনিস আছে যেটা উপজেলা পর্যায়ে সম্ভব নয়। এজন্য আমরা তাদের পরামর্শ দিব এবং আমরাও চেষ্টা করবো দীর্ঘস্থায়ী মানসিক সমস্যার যেন স্থায়ী একটি সমাধান পায়। এছাড়াও এখান থেকে যা যা করা সম্ভব আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে পড়ে যাবো। 

উপজেলা নির্বাহী অফিসার রাজিব উল আহসান জানান, শংকরী কে আমরা সরেজমিনে দেখলাম। তার জীবনমান উন্নয়নের ক্ষেত্রে আমরা প্রথমে কিছু কাজ শুরু করেছি। সে খুবই বাজে একটা অবস্থায় বসবাস করে। একটা ভালো একটা বাসস্থান, ভালো খাবার ও তার নিরাপত্তা নিয়ে আমরা এখন কাজ শুরু করেছি। তাকে আমরা সরকারের পক্ষ থেকে চিকিৎসা বাবদ নগদ কিছু টাকা দিয়েছি। এছাড়াও কিছু খাদ্য সামগ্রী, তার ঘর তৈরির জন্য টিন ও গৃহ নির্মাণ সামগ্রী দেয়া হয়েছে। পর্যায়ক্রমে ওই ঘরের জন্য আরও বেশকিছু জিনিসপত্র দেয়া হবে। তার জন্য সুবর্ণ নাগরিক কার্ড প্রতিবন্ধীদের ভাতা রয়েছে এ ভাতার ব্যবস্থা ইতিমধ্যে হয়ে গেছে। এছাড়াও দীর্ঘস্থায়ী তার যে মানসিক সমস্যার সমাধানে আমরা ইতিমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে কথা বলেছি আমরা এর জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবো। 


একাত্তর/এআর

নদী তীরবর্তী কুল্লাগড়া, গাঁওকান্দিয়া, চন্ডিগড় ও কাকৈরগড়া ইউনিয়নের প্রায় বিশ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে নৌকাডুবির ঘটনার দুইদিন পর নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
নেত্রকোণায় ট্রাকের ধাক্কায় এক সিএনজি যাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আরো তিন সিএনজি যাত্রী আহত হন। 
নেত্রকোণার কলমাকান্দায় পাহাড়ে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। 
উত্তরাঞ্চলে এবারের ঈদযাত্রায় স্বস্তির আশা করছে সিরাজগঞ্জের সড়ক ও জনপথ বিভাগসহ (সওজ) হাইওয়ে পুলিশ। ঈদে দুর্ভোগ এড়াতে খুলছে ঢাকা-বগুড়া মহাসড়কে ১১টি উড়াল সেতুর মধ্যে ৯টি এবং হাটিকুমরুল ইন্টারচেঞ্জের...
বাংলাদেশের মানুষের যেমন অনেক সঙ্কট আছে, তেমনি আবার সেসব সমাধানেও অনেকে কাজ করতে চায়। তাই যারা মানবিক কাজ করতে চায় তাদের উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 
চলতি সপ্তাহে গাজায় পুনরায় হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। তাদের একের পর এক বিমান হামলায় গাজা সরকারের প্রধানসহ একাধিক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে, বিশ্লেষকদের দাবি, মারাত্মক ক্ষয়ক্ষতি সহ্য...
শেরপুরের নালিতাবাড়ীতে কৃষকের বৈদ্যুতিক ফাঁদে একটি হাতি মারা গেছে। মৃত হাতিটির ময়নাতদন্তের পর ওই এলাকায় পুঁতে রাখা হয়েছে। এদিকে পালের এক সদস্যকে হারিয়ে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে একদল হাতি।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত