গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের পানি স্থিতিশীল থাকলেও কমতে শুরু করেছে ঘাঘট, তিস্তা, করতোয়াসহ প্রধান নদ-নদীর পানি। ফলে সাঘাটা, ফুলছড়ি ,গাইবান্ধা সদর এবং সুন্দরগঞ্জ উপজেলার নদী তীরবর্তী এলাকা ও বিভিন্ন চরের নিন্মাঞ্চলের পাট ও অন্য ফসলি জমি থেকে পানি নামতে শুরু করেছে। তবে নদ-নদীগুলোর প্রবল স্রোতের কারণে ভাঙন আতঙ্কে আছেন নদী পাড়ের মানুষ।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোকলেছুর রহমান বলেন, গত চার-পাঁচ দিন থেকে গাইবান্ধার কয়েকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছিলো, যা এখন কমতে শুরু করেছে। তবে কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি এবং বড়ো কোনো বন্যার আশঙ্কাও নেই।
তিনি জানান, গত ১২ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি পয়েন্টে স্থিতিশীল রয়েছে এবং বিপদসীমার ৪৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
ঘাঘট নদীর পানি শহরের ব্রিজ রোড পয়েন্টে দুই সেন্টিমিটার কমে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
আরও পড়ুন: পদ্মা সেতুতে বসলো শেষ স্ল্যাব, পূর্ণাঙ্গ রূপ পেলো সড়ক পথ
তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে চার সেন্টিমিটার কমে বিপদসীমার ৩৭ সেন্টিমিটার নিচ দিয়ে এবং করতোয়া নদীর পানি গোবিন্দগঞ্জের কাটাখালী পয়েন্টে এক সেন্টিমিটার কমে বিপদসীমার ৩৩৮ সেন্টিমিটার নিচ দিয়ে বয়ে যাচ্ছে।
একাত্তর/এসি