সেকশন

সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২
 

পুকুরে ঝাঁপ দিয়েও প্রাণ রক্ষা হলো না বিএনপি কর্মীর

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৪:০৫ পিএম

শরীয়তপুরের নড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে আবু সিদ্দিক ঢালী (৫৫) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

শুক্রবার (১৩ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে বৃহস্পতিবার (১২ জুন) রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে চান্দনী ছৈয়াল সামনে তার ওপর হামলা হয়।

নিহত আবু সিদ্দিক ঢালী উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনী এলাকার সফিজদ্দির ঢালীর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু সিদ্দিক ঢালী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার ছোট ভাই জুলহাস ঢালী ভোজেশ্বর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি । এলাকায় তার সঙ্গে মিন্টু ছৈয়াল নামে এক ব্যক্তির বিরোধ চলছিল। মিন্টু ছৈয়াল সাবেক আইজিপি শহিদুল হক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইসমাইল হকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

বৃহস্পতিবার রাতে আবু সিদ্দিক ঢালী বাড়ি ফেরার পথে মিন্টু ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ দিলেও সেখান থেকেও তাকে টেনে তুলে আবারও কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক ঢাকা মেডিকেলে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফ ওয়াহিদুজ্জামান উজ্জ্বল বলেন, এই হামলা পূর্বপরিকল্পিত। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। 

নিহতের ভাই যুবদল নেতা জুলহাস ঢালী বলেন, আমার ভাই কোনো অপরাধ করেনি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই। 

এ বিষয়ে জানতে চাইলে নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ বলেন, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

আরবিএস
বিভিন্ন সংবাদমাধ্যমে খবর পেয়ে পাহাড়ের ‘গোল্ডেন গার্ল’ ফুটবলার ঋতুপর্ণার অসুস্থ মায়ের খোঁজ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত এই নারীর পাশে...
শেরপুর জেলার পাঁচ উপজেলা ও চার পৌরসভাসহ ৯টি ইউনিটের বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) রাতে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে জেলা বিএনপির আহবায়ক কমিটির এক বর্ধিত সভায় এ...
এনসিপির অনেক কমিটিতেই আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের প্রেতাত্মাদের জায়গা হচ্ছে। সময় থাকতে এগুলো বন্ধ করেন। নয়তো আপনাদের কড়া জবাব দেবে বিএনপি।
পিরোজপুরে এক নারী ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ দুই জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও এক নারীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। বর্তমানে তিনি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের...
ডাম্বুলায় অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ১-১ এ সমতায় ফিরিয়েছে। টসে হেরে এবং শুরুতেই উদ্বোধনী ব্যাটসম্যানদের হারিয়ে প্রাথমিক চাপে পড়লেও অধিনায়ক লিটন দাস দলের...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৬ জনের। একই সময় ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২০ জন। চলতি বছরে এই...
শেরপুরে মাদ্রাসা ছুটি পর বাড়ি ফেরার সময় মাইক্রোবাসের চাপায় দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থাও আশঙ্কাজনক। স্থানীয়রা মাইক্রোবাস ও এর চালককে আটক করে...
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তফসিলে নৌকা আপাতত থাকবে। সেই সঙ্গে এখনই ‘শাপলা’ প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে না।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত