করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় এখন পর্যন্ত ৬০ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ আগস্ট) একাত্তরের জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।
বগুড়ায় গেলো ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ১১ জন।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, বাগেরহাট ও পাবনায় একজন করে মারা গেছে গত ২৪ ঘন্টায়। নড়াইলে আজ নিহতের সংখ্যা ২।
দিনাজপুরে আজ করোনা কেড়ে নিয়েছে ৩ জনের প্রাণ, চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছে ৫ জনে। মৃত্যু কমেছে বরিশাল বিভাগেও এখানে আজ করোনা আর উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।
মৃত্যুর সংখ্যা বেশি ময়মনসিংহ বিভাগে, সেখানে গেলো ২৪ ঘন্টায় ১১ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ফেব্রুয়ারি মধ্যে ৮ কোটি মানুষকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
রাজশাহী বিভাগে ২৪ ঘন্টায় ১০ জন মারা গেলেও সংখ্যাটি গেলো মাসের তুলনায় কম। খুলনা বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় মৃত্যু হয়েছে আরও ১০ জনের।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
একাত্তর/এআর