রাঙামাটিতে জয় দে (২৪) নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ আগস্ট) সকালে আরশিনগর পুলিশ ক্যাম্প থেকে দেড়শ ফুট দূরে একটি গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। জয় দে চট্টগ্রামের রাউজান উপজেলার চিকদাইর জালালীহাট এলাকার রনজিত দে'র ছেলে।
জয় দে'র মৃত্যুর বিষয়ে রাঙামাটির অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ বলেন, সকাল ৭টায় হাজিরা ডাকার সময় জয় দে অনুপস্থিত থাকায় খোঁজ করা হয়। খোঁজাখুঁজির পর ক্যাম্প থেকে দূরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।
পুলিশ সদস্যরা জানান, জয় দে এর সাথে একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিলো। প্রায় সময় তিনি ক্যাম্পে থাকার সময় ওই মেয়ের সাথে মুঠোফোনে ঝগড়া করতো। অবশেষে ওই মেয়ে তার প্রেমকে অস্বীকৃতি জানালে জয় পুলিশ ক্যাম্পের আকাশিগাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তার কং /২১৫১, বিপি-৯৭১৮২১১৩৬৫।
আরও পড়ুন: শান্তি আলোচনার জন্য প্রস্তুত তালেবান বিরোধী নেতা
রাঙামাটি পুলিশ সুপার মীর মোদাছছেছর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে একাত্তরকে বলেন, প্রেমঘটিত কারণে পুলিশ সদস্য জয় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তবে আমরা আরও কিছু তথ্য সংগ্রহের চেষ্টা করছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।
একাত্তর/এসএ