ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দায় আলাদা সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন। ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের ফুলপুরের কুরিয়ার ব্রিজের সামনে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মাহিন্দ্র পরিবহনের ছয় আরোহী নিহত হন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টিপু সুলতান জানান, নিহতদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলে ও একজন হাসপাতালে নেয়ার পর মারা যান।
এই ঘটনায় ক্ষুব্ধ জনতা শ্যামলী বাংলা পরিবহন সার্ভিসের বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
এর আগে শুক্রবার সন্ধ্যায় তারাকান্দায় একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিন আরোহী নিহত হন।
নিহতদের মধ্যে দুইজন ঘটনাস্থলে ও একজন ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হালুয়াঘাটগামী ওই অ্যাম্বুলেন্সের সাথে বিপরীতদিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ অ্যাম্বুলেন্স ও সিএনজিচালিত অটোরিকশাটিকে জব্দ করেছে।