কুমিল্লার তিতাস উপজেলার দড়িকান্দি ও শিবপুর গ্রামে লঞ্চে নৌ ভ্রমণের সময় বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোর নিহত ও দশজন আহত হয়েছেন।
সোমবার (২৩ আগস্ট) রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শামীমের (১৫) বাড়ি মজিদপুর ইউনিয়নের শিবপুর গ্রামে।
এলাকাবাসী জানান, লঞ্চে ভ্রাম্যমাণ ডিজে পার্টি ও নৌ ভ্রমণ করার সময় দড়িকান্দি ব্রিজের উত্তর পাশে লঞ্চটি আসলে চালকের অসাবধানতার কারণে বৈদ্যুতিক তারের স্পর্শে লঞ্চে থাকা শতাধিক যুবক ও কিশোরদের মাঝে ১০ জন যুবক আহত হয়।
এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ও বাকিদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। তবে, ঘটনার পর এক কিশোর নিখোঁজ ছিল।
আরও পড়ুন: রাজবাড়ীতে ব্রিজের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত
পরদিন মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে নিখোঁজ শামীমকে দরিকান্দি নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
একাত্তর/এসজে