নীলফামারীতে খুলনাগামী রকেট মেইল ট্রেনের সাথে ইটবোঝাই ট্রাকের সংঘর্ষে ট্রাক চালকের সহকারী নিহত হয়েছে। এতে চিলাহাটির সাথে সাড়া দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে দীর্ঘ ৯ ঘণ্টা পর তা স্বাভাবিক হয়।
মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৭টার দিকে জেলার ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের কাজীরহাট রেলক্রসিং এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন ট্রাকের চালক ও ট্রাকের একজন আরোহী।
এদিকে, ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় দুর্ঘটনার পর থেকে চিলাহাটী থেকে খুলনা, রাজশাহী ও ঢাকা রুটে ট্রেন চলাচল আপাতত বন্ধ থাকে। পাবর্তীপুর রেলওয়েস্টেশন থেকে আসা একটি রিলিফ ট্রেন উদ্ধার কাজ চালিয়ে দীর্ঘ নয় ঘণ্টা পর বিকেল ৩টা ২০ মিনিটে তা সচল হয়।
স্থানীয়রা জানান, ইটবোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো ট-২২-৮১৮৫) কাজীরহাটের অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় চিলাহাটী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কা খায়। এতে ট্রেনের ইঞ্জিনের সামনের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ইঞ্জিনের ধাক্কায় ইটবোঝাই ট্রাকটি দুমড়েমুচড়ে রেললাইনের পাশে ছিটকে পড়লে ঘটনাস্থলেই ওই ট্রাকের হেল্পার শাকিল (২৮) নিহত হন। তার বাড়ি নওগাঁ জেলার সদর উপজেলায়।
আরও পড়ুন: টাকার লোভে ভাগ্নেকে অপহরণ করলো মামা!
এসময় ট্রাকের চালক হাসান মাহমুদ (৩৫) এবং ট্রাকের আরোহী ইট ব্যবসায়ী আনিছুর রহমান (৪০) আহত হন।
খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। ফায়ার স্টেশনের ইনচার্জ এ.টি.এম মোস্তফা জানান, ট্রেন-ট্রাক সংঘর্ষের খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করি। এর মধ্যে নিহত ট্রাক হেল্পারের মরদেহ জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর দিকে আহত ট্রাক চালক ও ট্রাক আরোহীকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চিলাহাটি রেল স্টেশন মাষ্টার আশরাফুল ইসলাম জানান, সকাল ৬টা ৫০ মিনিটে চিলাহাটি স্টেশন থেকে ছেড়ে যায় খুলনাগামী 'রকেট মেইল' ট্রেনটি। এরপর ৫ কিলোমিটার অদূরে কাজিরহাট ক্রসিংয়ে পৌঁছালে ইটবোঝাই ট্রাকের সাথে দুর্ঘটনায় পড়ে। এতে ট্রেনে থাকা কোন যাত্রির ক্ষতি না হলেও ট্রেনের ইঞ্জিনটির সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও জানান, ট্রেনের ইঞ্জিনের নিচে ট্রাকের এক্সেলসহ দু’টি চাকা আটকে থাকায় চিলাহাটি রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১২টায় পাবর্তীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। এরপর রেল চলাচল স্বাভাবিক হয়।
এদিকে নীলফামারী স্টেশন মাস্টার ওবায়দুর রহমান রতন বলেন, ওই দুর্ঘটনার কারণে সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত নীলফামারী-চিলাহাটি পথে ট্রেন চলাচল বন্ধ থাকায় সকালে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি স্টেশন থেকে ছাড়তে পারেনি। অপরদিকে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর ট্রেনটিও আটকা পড়ে নীলফামারী রেলওয়ে স্টেশনে।
এদিকে সৈয়দপুর রেলওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. আব্দুর রহমান বিশ্বাস জানান, নিহত ট্রাক হেল্পারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় ট্রাক চালক হাসান মাহমুদের বিরুদ্ধে রেলওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
একাত্তর/এসজে /আরএইচ