গাজীপুরের শ্রীপুরে বিভিন্ন দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করায় এসকিউ সেলসিয়াস লিমিটেড পোশাক কারখানার ৩২ শ্রমিককে বরখাস্ত করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কারখানাটি বন্ধ থাকবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৪ আগস্ট) এসকিউ গ্রুপের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক কাজী ইকবাল হোসেন জানান, বরখাস্ত শ্রমিকের সংখ্যা আরও বাড়তে পারে।
এ বিষয়ে কাজী ইকবাল হোসেন বলেন, রোববার (২২ আগস্ট) কারখানায় অপারেশন ব্যবস্থাপককে মারধর করে কারখানার ভেতরে উচ্ছৃঙ্খল আচরণ, নিরাপত্তাকর্মীদের মারধর, ডাইনিং ভাঙচুর ও কর্মকর্তাদের লাঞ্ছিত করা হয়। বাধ্য হয়ে কারখানা বন্ধ করা হয়েছে।
এই কর্মকর্তা আরও বলেন, ভিডিও ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িত ৩২ জনের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে এক রাতে ৩৩ পরিবহণে গণডাকাতি
এদিকে শ্রমিকরা জানান, বৈধ দাবিদাওয়া ও অসঙ্গতি নিয়ে শ্রমিকেরা গত রোববার কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেছিলেন। এর জেরেই এসব শ্রমিককে বরখাস্ত করা হয়েছে।
আন্দোলনকারী শ্রমিকরা জানায়, রোববার শ্রমিকরা কারখানার পিএমসহ কয়েকজন কর্মকর্তার আচরণের জের ধরে ক্ষুব্ধ হয়ে ওঠে। এর সঙ্গে তাদের পারিশ্রমিক বাড়ানোসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতিতে নামে। সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত দু'ঘণ্টা ধরে তারা কারখানা কমপ্লেক্সের ভেতরেই কর্মবিরতি ও বিক্ষোভ করে। ওই ভাঙচুর ও উশৃঙ্খলতার সাথে তারা জড়িত নয়।
একাত্তর/আরবিএস