সেকশন

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
 

গাজীপুরে বরখাস্ত ৩২ পোশাক শ্রমিক, কারখানা বন্ধ ঘোষণা

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ০৮:১৭ পিএম

গাজীপুরের শ্রীপুরে বিভিন্ন দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করায় এসকিউ সেলসিয়াস লিমিটেড পোশাক কারখানার ৩২ শ্রমিককে বরখাস্ত করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কারখানাটি বন্ধ থাকবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৪ আগস্ট) এসকিউ গ্রুপের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক কাজী ইকবাল হোসেন জানান, বরখাস্ত শ্রমিকের সংখ্যা আরও বাড়তে পারে। 

এ বিষয়ে কাজী ইকবাল হোসেন  বলেন, রোববার (২২ আগস্ট) কারখানায় অপারেশন ব্যবস্থাপককে মারধর করে কারখানার ভেতরে উচ্ছৃঙ্খল আচরণ, নিরাপত্তাকর্মীদের মারধর, ডাইনিং ভাঙচুর ও কর্মকর্তাদের লাঞ্ছিত করা হয়। বাধ্য হয়ে কারখানা বন্ধ করা হয়েছে। 

এই কর্মকর্তা আরও বলেন, ভিডিও ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িত ৩২ জনের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে এক রাতে ৩৩ পরিবহণে গণডাকাতি

এদিকে শ্রমিকরা জানান, বৈধ দাবিদাওয়া ও অসঙ্গতি নিয়ে শ্রমিকেরা গত রোববার কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেছিলেন। এর জেরেই এসব শ্রমিককে বরখাস্ত করা হয়েছে।

আন্দোলনকারী শ্রমিকরা জানায়, রোববার শ্রমিকরা কারখানার পিএমসহ কয়েকজন কর্মকর্তার আচরণের জের ধরে ক্ষুব্ধ হয়ে ওঠে। এর সঙ্গে তাদের পারিশ্রমিক বাড়ানোসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতিতে নামে। সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত দু'ঘণ্টা ধরে তারা কারখানা কমপ্লেক্সের ভেতরেই কর্মবিরতি ও বিক্ষোভ করে। ওই ভাঙচুর ও উশৃঙ্খলতার সাথে তারা জড়িত নয়।


একাত্তর/আরবিএস 

বঙ্গোপসাগরে জেলের জালে ৩৪ কেজি ওজনের একটি ভোল মাছ ধরা পড়েছে। পরে পাইকারি বাজারে মাছটি বিক্রি হয়েছে সাড়ে তিন লাখ টাকায়।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে।
লক্ষ্মীপুরের রামগতিতে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে উপজেলার চরগাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর এলাকায় এ ঘটনা ঘটে। 
নরসিংদীর মনোহরদীতে সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বেসরকারি নেসলে কম্পানির পিকআপ ভ্যান আটকে প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
বঙ্গোপসাগরে জেলের জালে ৩৪ কেজি ওজনের একটি ভোল মাছ ধরা পড়েছে। পরে পাইকারি বাজারে মাছটি বিক্রি হয়েছে সাড়ে তিন লাখ টাকায়।
দুর্নীতি ও অনিয়মের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে দলীয় পদ বা নির্বাচনে মনোনয়ন না দেওয়াসহ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ‘আশু বাস্তবায়নযোগ্য’ ৯টি সুপারিশের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব চেয়েছে...
জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম 'এনসিপি' নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি)।
বাংলাদেশের সংস্কৃতি অঙ্গণের অগ্রণী ব্যক্তিত্ব, সঙ্গীতজ্ঞ ও ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সন্‌জীদা খাতুন (৯২) মারা গেছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত