রাজবাড়ীতে কমতে শুরু করেছে পদ্মা নদীর পানি। গত ২৪ ঘন্টায় রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি চার সেন্টিমিটার কমে বিপদসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) পানি উন্নয়ন বোর্ড রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পয়েন্টের পরিমাপক সালমা খাতুন জানান, পদ্মার পানি গত দুই দিন যাবৎ কমতে শুরু করেছে।
সালমা খাতুন আরও জানান, রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে গত ২৪ ঘন্টায় পদ্মার পানি চার সেন্টিমিটার কমেছে। তবে পানি কমলেও তা এখনো বিপদসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে পানি কমতে থাকায় বসতবাড়ি ও বাড়ির আঙ্গিনা থেকে পানি নামতে শুরু করেছে। তবে এখনও অনেক এলাকায় ত্রাণ না পাওয়ার অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: নাটোরে নিম্নমানের চাল জব্দ, কর্মকর্তাসহ ১৭ জনের নামে মামলা
জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা মোঃ আরিফুল হক জানান, এ বছরের বন্যায় রাজবাড়ী জেলার ১০টি ইউনিয়নের সাড়ে আট হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে। তাদের প্রত্যেকের জন্য খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
একাত্তর/আরবিএস