রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ আগস্ট) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে চারজন এবং উপসর্গে আরও একজন মারা গেছেন। এছাড়া নেগেটিভ হওয়ার পরে একজনের মৃত্যু হয়েছে।
মৃত ছয়জনের মধ্যে রয়েছেন- রাজশাহীর একজন, নাটোরের দুইজন, নওগাঁর একজন ও চাঁপাইনবাবগঞ্জে দুইজন।
রামেক পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে করোনায় আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছেন ১৪ জন। বর্তমানে হাসপাতালটির ৪১৮টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ১৯০ জন।
আরও পড়ুন: ভাসানচর থেকে ৯ রোহিঙ্গা দালাল আটক
এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ৩৫৭টি নমুনা পরীক্ষার বিপরীতে পজিটিভ এসেছে ৬০টি। শতকরার হিসেবে যা ১৬ দশমিক ৮১ শতাংশ।
একাত্তর/এসি