রাজবাড়ীর জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা ও যমুনার মোহনায় জেলের জালে বিশাল আকৃতির একটি পাঙ্গাস মাছ ধরা পরেছে। মাছটির ওজন ২২ কেজি ১ একশত গ্রাম।
শুক্রবার (২৭ আগস্ট) ভোরে পাবনা জেলার কাজিরহাট এলাকার জেলে পরান হলদারের জালে মাছটি ধরা পরে। মাছটিকে পদ্মা পারে নিয়ে আসলে স্থানীয়রা এক নজর দেখার জন্য ভীড় জমায়।
এসময় জেলে পরান হলদার বলেন, পদ্মা নদীতে আমরা মাছ ধরে জীবিকা নির্বাহ করি। শুক্রবার ভোরে পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেললে হঠাৎ জালে টান পরে। দ্রুত সময়ে জালটি টেনে তুললে মাছটি ধরা পরে। এতে আমরা খুবই আনন্দিত হয়েছি। দীর্ঘদিন পর এত বড় একটি মাছ পেয়ে আমার পরান জুড়িয়েছে।
আরও পড়ুন: জয়পুরহাটে তালেবান পরিচয়ে বিচারককে হুমকি
দৌলতদিয়া ফেরিঘাটের চাদনী আরিফা মৎস ভান্ডারের মো. চান্দু মোল্লা বলেন, পরান হলদার মাছটিকে স্থানীয় দুলালের আড়তে নিয়ে আসলে সকল মাছ ব্যাবসায়ীর অংশগ্রহণে ডাকের মাধ্যমে ১ হাজার ৪ শত টাকা কেজি দরে মোট ৩০ হাজার ৮ শত টাকায় কিনে নিই। পরে ১ হাজার ৫ শত টাকা কেজি দরে মোট ৩৩ হাজার টাকায় ঢাকার এক ব্যাবসায়ীর কাছে বিক্রি করি।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ বলেন, এবছর নদীতে ইলিশ রক্ষা অভিযান সফল হওয়ায় পদ্মা নদীতে বড় বড় মাছ কিনারায় আসছে। ফলে জেলেদের জালে তা ধরা পরছে। এতে স্থানীয় জেলেরা লাভবান হচ্ছে।
একাত্তর/আরএইচ