বরিশাল নগরীর নবগ্রাম সড়কের হলি কেয়ার মাদকাসক্তি চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্র থেকে গলায় গামছা পেঁচানো এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। চন্দন সরকার নামের ওই যুবক জেলার আগৈলঝাড়া উপজেলার বারোপাইকা গ্রামের বাসিন্দা।
শুক্রবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় খবর পেয়ে পুলিশ ওই কেন্দ্র থেকে লাশ উদ্ধার করে শেরেবাংলা হাসপাতেল মর্গে পাঠায় ময়না তদন্তের জন্য।
স্থানীয় ও পুলিশ সূত্র জানা গেছে, বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলে চন্দন সরকারকে মারধর করেছেন মাদক নিরাময় কেন্দ্রের কর্মচারীরা। পরে আজ সকালে বাথরুমে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহের মুখে এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
প্রতিবেশীরা জানিয়েছেন, হলি কেয়ার মাদকাসক্তি চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে রাতের বেলায় প্রায়ই রোগিদের নির্যাতন করা হয়। রোগীদের কান্নার শুনতে পান তারা। চিকিৎসাধীন রোগির স্বজনরা নির্যাতনের বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
আরও পড়ুন: খুললো চিড়িয়াখানা, প্রতি রবিবার বিনামূল্যে প্রবেশের সুবিধা
তবে এসব নিয়ে কোনো কথা বলতে রাজি হননি হলি কেয়ার মাদক নিরাময় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল হক তমাল।
এর আগেও এই মাদক নিরাময় কেন্দ্রে একাধিকবার রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। বর্তমানে এখানে ২৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
একাত্তর/আরবিএস