শুধু রেলের জায়গা দখলই নয়, স্টেশনের পাশেই শিশু পার্ক নির্মাণ করেছে ভূমিদস্যুরা। এমন ঘটনা ঘটেছে নাটোরের নলডাঙ্গা রেল স্টেশনের পাশেই। এতে চিন্তিত অভিভাবকসহ জেলার সচেতন নাগরিকরা। বলছেন, যে কোন মুহূর্তেই ঘটতে পারে দুর্ঘটনা। নষ্ট হবে পরিবেশও।
আর, প্রশাসন এ বিষয়ে কোন কথা না বললেও, রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, পার্ক নির্মাণের কোন অনুমতি কাউকে দেয়া হয়নি। নাটোর নলডাঙ্গা রেলওয়ে প্লাটফর্মকে এখন দেখলে মনে হবে ছোট ছোট শিশু কিশোরদের স্টেশনে ঘুরতে বা ট্রেনে চড়ে কোথাও বেড়াতে যাওয়ার প্রস্তুতি চলছে।
কিন্তু না ষ্টেশনে নয়, শিশু কিশোরদের নিয়ে অভিভাবকরা এসেছেন নাটোরের নলডাঙ্গা রেল স্টেশনের রেললাইন ঘেঁষে তৈরি হওয়া শিশু পার্কে। বিভিন্ন উৎসবসহ প্রতিদিন বিকেলে এই পার্কে আসছেন সবাই। তবে রেললাইনের পাশে হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা নিয়ে চিন্তিত অভিভাবকরা।
জেলার সচেতন নাগরিকরা বলছেন, নিরাপদ স্থানে পার্কটি হলে শিশুদের নিয়ে চিন্তামুক্ত থাকতেন অভিভাবকরা। এদিকে, অভিযোগ উঠেছে রেলের লিজ দেওয়া জায়গা অবৈধভাবে দখল করে এই পার্ক নির্মাণ করা হয়েছে ।
এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও, বিভাগীয় রেলওয়ের কর্মকর্তারা জানান, অনুমতি ছাড়াই পার্কটি নির্মাণ করা হয়েছে। সরকারি বরাদ্দের পাশাপাশি বিভিন্ন ব্যক্তির অনুদানে নির্মিত হয়েছে শিশু পার্কটি।
একাত্তর/ এনএ