সুনামগঞ্জের ধর্মপাশায় পূর্ব শত্রুতার জের ধরে দুর্জয় মিয়া নামের দুই বছর বয়সী এক শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মধ্যনগর থানাধীন চামরদানি ইউনিয়নের আবিদনগর নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। দুর্জয় ওই গ্রামের ছালেক মিয়ার ছেলে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মল দেব জানিয়েছেন, ছালেক মিয়ার দাবি একই গ্রামের প্রতিবেশী জয়নাল দা দিয়ে কুপিয়ে দুর্জয়কে হত্যা করে। কিন্তু জয়নাল তা অস্বীকার করেছে।
ছালেক মিয়া জানান, গত চৈত্র মাসে তার একটি গরু জয়নাল মিয়ার বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে জয়নালের সাথে বিরোধ তৈরি হয়। এ নিয়ে জয়নালের লোকজন ছালেক মিয়ার বাড়িতে হামলা চালায়। এ নিয়ে মামলাও চলছে।
শনিবার দুপুর ১২টার দিকে দুর্জয়কে কোলে নিয়ে প্রতিবেশী চন্দনের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন ছালেক। এ সময় জয়নাল পেছন দিক থেকে এসে দা দিয়ে ছালেককে কোপ দিতে গেলে সেই কোপ দুর্জয়ের মাথায় লেগে দুই ভাগ হয়ে। পরে দুর্জয়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
একাত্তর/ এনএ