ময়মনসিংহ মেডিকেলে গত ২৪ ঘন্টায় করোনায় দুইজন ও উপসর্গে ছয় জন মারা গেছেন।
ময়মনসিংহ মেডিকেলের ফোকাল পার্সন ডা মহিউদ্দিন খান জানান, করোনাযয় মৃতদের মধ্যে দুজনই ময়মনসিংহের। এদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। উপসর্গে মৃতদের মধ্যে ময়মনসিংহের তিনজন, নেত্রকোনার দুইজন ও গাজীপুরের একজন রয়েছেন। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে নতুন করে ভর্তি হয়েছেন ২৬ জন। এ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৮৬ জন। এছাড়াও, গত ২৪ ঘন্টায় ৪৩৩ টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন ৮০ জন। সংক্রমণের হার ১৮ দশমিক ৪৭ শতাংশ।
একাত্তর/ এনএ