সেকশন

সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
 

ভাসমান মাছের খামার পথ দেখাচ্ছে বহু তরুণকে

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ০৫:৩৯ পিএম

পাবনায় পদ্মা নদীতে ভাসমান মাছের খামার করে সাবলম্বী হয়েছেন বহু তরুন। অনেকেই এখন ভাসমান মাছ চাষে আগ্রহী হচ্ছেন। তাদের প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে মৎস্য অফিস। 

উপজেলা মৎস্য অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে পদ্মা নদীতে প্রথমে পাঁচ লাখ টাকা খরচে, ১০টি খাঁচায় ভাসমান মাছ চাষ শুরু করেছিলেন পাবনার সুজানগরের কয়েকজন তরুণ। 

লাভের মুখ দেখতে শুরু করায় এখন তাদের খাঁচার সংখ্যা পাচশ’। সামনের সময়ে এই সংখ্যা আরো বাড়ানোর পরিকল্পনাও করছে সেসব তরুণরা। 

তিন বছর ধরে তারা সফলভাবে চাষ করছেন রুই, তেলাপিয়া ও পাবদাসহ বিভিন্ন প্রজাতির মাছ। তাদের সফলতা দেখে অনেকেই এখন খাঁচায় মাছ চাষে আগ্রহী হচ্ছেন।

উদ্যোক্তরা বলছেন, প্রথম দিকে তারা বেশ লাভ পেয়েছিলেন। কিন্তু করোনার কারণে মৎস্য খাবারের দাম বেড়ে যাওয়ায় এখন কাঙ্খিত লাভ পাচ্ছেন না। 

উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান জানান, খাঁচায় চাষ করা এসব মাছ বেশ সুস্বাদু, চাহিদাও বেশি। প্রশিক্ষণের পাশাপাশি উদ্যোক্তাদের ঋণও দেয়া হচ্ছে।

তিনি বলেন, জেলায় প্রচুর খোলা জলাধারে খাঁচায় মাছ চাষ করে অর্থনৈতিক স্বনির্ভর হাওয়াই শুধু নয়, গ্রাম বাংলার অপুষ্টি দূরীকরণে এক মুখ্য ভূমিকাও নিতে পারেন।

উপজেলার প্রায় দশটি স্থানে এই ভাসমান মাছের খামার রয়েছে। সরবরাহ করা খাবারের পাশাপাশি এসব মাছ নদী থেকেও খাদ্যও পায়, তাই বেড়েও ওঠে দ্রুত। 

আর বছরে তিনবার এসব মাছ বিক্রি করা যায়। ফলে অনেক দ্রুত পূঁজি ওঠে এসে লাভের মুখ দেখতে পারছেন তরুণ উদ্যেক্তারা।

খাঁচায় মাছ চাষ নদী বা জলাশয়ে আধুনিক মাছ চাষের একটি পদ্ধতি। ২০০২ সাল থাইল্যান্ডের অনুকরণে সেনাবাহিনী প্রথম চাঁদপুরের ডাকাতিয়া নদীতে এ পদ্ধতিতে মাছ চাষ শুরু করে।

শেরপুরের শ্রীবরদীতে প্রজেক্টের পুকুরে বিষ দিয়ে সাকিব আল হাসান সাকিব নামে এক উদ্যোক্তার প্রায় ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।
পদ্মায় পানি বাড়ায় রাজবাড়ীর দৌলতদিয়ার দুটি ও পাটুরিয়ার একটি ঘাটে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। যাত্রীরা বলছেন, এখনই ব্যবস্থা না নিলে ঈদযাত্রায় ভোগান্তির মূল কারণ হতে পারে এই নৌ-রুটের তিনটি ঘাট।
খরচ ও রোগ বালাই কম এবং তেমন পরিচর্যার প্রয়োজন না থাকায় ঝালকাঠিতে বাড়ছে তিল চাষ। স্থানীয় বাজারসহ সারাদেশে তিলের ব্যাপক চাহিদা থাকায় ভালো দাম পাওয়া যায়।
উত্তরের জেলা পঞ্চগড়ে সুপার ফুড চিয়া সিডের পর এবার বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ‘কিনোয়া’। স্বাস্থ্য সম্মত পুষ্টি ও ঔষধি গুণ সমৃদ্ধ এই কিনোয়া চাষকে ঘিরে জেলার কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনা দ্বার উন্মোচিত...
উত্তরাঞ্চলে এবারের ঈদযাত্রায় স্বস্তির আশা করছে সিরাজগঞ্জের সড়ক ও জনপথ বিভাগসহ (সওজ) হাইওয়ে পুলিশ। ঈদে দুর্ভোগ এড়াতে খুলছে ঢাকা-বগুড়া মহাসড়কে ১১টি উড়াল সেতুর মধ্যে ৯টি এবং হাটিকুমরুল ইন্টারচেঞ্জের...
বাংলাদেশের মানুষের যেমন অনেক সঙ্কট আছে, তেমনি আবার সেসব সমাধানেও অনেকে কাজ করতে চায়। তাই যারা মানবিক কাজ করতে চায় তাদের উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 
চলতি সপ্তাহে গাজায় পুনরায় হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। তাদের একের পর এক বিমান হামলায় গাজা সরকারের প্রধানসহ একাধিক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে, বিশ্লেষকদের দাবি, মারাত্মক ক্ষয়ক্ষতি সহ্য...
শেরপুরের নালিতাবাড়ীতে কৃষকের বৈদ্যুতিক ফাঁদে একটি হাতি মারা গেছে। মৃত হাতিটির ময়নাতদন্তের পর ওই এলাকায় পুঁতে রাখা হয়েছে। এদিকে পালের এক সদস্যকে হারিয়ে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে একদল হাতি।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত