বরিশালে মাদ্রাসার ছাত্রকে নির্যাতনের চেষ্টা চালানোর অভিযোগে জামেউল উলুম মাদ্রাসার শিক্ষক হাফেজ জোবায়ের আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীকে বরিশাল শেরে বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দোষী শিক্ষকে শাস্তির দাবি জানিয়েছেন এলাকার লোকজন।
নির্যাতিত শিশুটির বর্ণনা অনুযায়ী, জামেউল উলুম মাদ্রাসার শিক্ষক জোবায়ের আহমেদ ২৫ আগস্ট রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর, তাকে অন্য ঘরে নিয়ে নির্যাতনের চেষ্টা করে।
সে বাধা দেয়ায় ক্ষত-বিক্ষত করে শিক্ষার্থীর সারা শরীর। বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকিও দেওয়া হয়।
ঘটনাটি জানাজানি হয়, শিশুটির বাবা ২৮ আগস্ট তার সঙ্গে দেখা করেন। পরে, তিনি এলাকার লোকজনকে জানালে শিক্ষককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
শিশুটিকে বরিশাল শেরেবাংলা মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসক জানান, শিশুটির শরীরে বিভিন্ন জখমের চিহ্ন রয়েছে। শিশুটি কিছুটা মানসিক সমস্যায় ভুগছে।
এই ঘটনায় একটি মামলার দায়ের হয়েছে বলে জানিয়েছেন বিমান বন্দর থানার অফিসার ইন চার্জ কমলেশ চন্দ্র হালদার।
শিশুটিকে নির্যাতনের ঘটনার উপযুক্ত বিচার দাবি করছেন এলাকার লোকজন।
একাত্তর/এআর