কক্সবাজারের রামুতে লোকালয়ে চলে আসা এক মা হাতিকে হত্যার পর শরীর থেকে মাথা ও পা বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে হাতি হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন হিমছড়ি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুল ইসলাম।
তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় নজির আহমেদ নামে একজনকে আটক করা হয়েছে। বন বিভাগের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: মুরগির খামারে মেছো বাঘ!
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা জানান, মঙ্গলবার ভোরে খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং এলাকায় ধানক্ষেতে চলে আসে একটি মা হাতি। সেখানে স্থানীয় মানুষের পাতা শর্ট সার্কিটের ফাঁদে পড়ে হাতির মৃত্যু হয়।
এরপর কিছু দুর্বৃত্ত শরীর থেকে হাতিটির মাথা ও পা বিচ্ছিন্ন করে ফেলেছে। তাদের আটক করতে অভিযান চলছে। এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।
একাত্তর/এসজে