মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজার উপকূল দিয়ে বাংলাদেশে ঢোকার সময় ৩০ শিশুসহ ৩৮ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে জেলার টেকনাফ উপজেলার বাহারছড়া নোয়াখালী পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের মধ্যে আট নারী ও ৩০ শিশু রয়েছে।
টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরির্দশক) শোভন কুমার শাহ জানান, আটকরা তাদের হেফাজতে আছে। তাদের ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।
এর আগে গত পাঁচ জানুয়ারি টেকনাফের মেরিন ড্রাইভের উপকূলের মুন্ডারডেইল ঘাট দিয়ে একটি ট্রলারে নারী-শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক হয়েছিল।
আটক রোহিঙ্গাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.এহসান উদ্দিন।
তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশ রোধে আমাদের সব আইনশৃঙ্খলা বাহিনী এক সঙ্গে কাজ করছে।