মিয়ানমারের বিচ্ছিন্নবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি তাদের হেফাজতে থাকা পণ্যবাহী দুটি জাহাজ ছেড়ে দিয়েছে। এখনও আটকে রাখা হয়েছে আরও একটি।
সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় দুটি জাহাজ বাংলাদেশ-মিয়ানমার নাফ নদের জলসীমা নাইক্ষ্যংদিয়া থেকে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশে রওনা করে ১২টার দিকে টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছায়।
টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, দুটি জাহাজ পৌঁছেছে। বাকিটির বিষয় পরে জানানো যাবে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে টেকনাফে আসার পথে নাফ নদের মোহনায় পণ্যবাহী ওই তিনটি কার্গো আটকে রাখে আরাকান আর্মি। এসব কার্গোতে ৫০ হাজার বস্তা শুঁটকি মাছ, সুপারি, কফিসহ বিভিন্ন মালামাল রয়েছে বলে জানা গেছে।