সেকশন

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
 

একটি দল বেহেস্তের প্রলোভনে মানুষকে বিভ্রান্ত করছে: বুলু

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১০ পিএম

পাঁচ আগস্টের পর একটি রাজনৈতিক দল তিন-চার জেলার পাঁচ হাজার লোক জড়ো করে মানুষকে নিজেদের দলে নিতে বেহেস্তের প্রলোভনে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু। 

তিনি বলেন, অথচ তারা বিএনপির কাঁধের ওপর ভর করেই রাজনীতিতে এসেছে। সেই দলের প্রধান কে ছিলেন, কোন আদর্শের ছিলেন তা সবাই জানে। তিনি আবার নিজেকে আল্লাহ-ওলি দাবিও করেন। 

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা, চৌমুহনী বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে বর্ধিত সভায় প্রধান অতিথির তিনি এসব কথা বলেন। 

এসময় বুলু বলেন, গত ১৭ বছর বিএনপির রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছে। অসংখ্য নেতা-কর্মী গুম, খুন মিথ্যা মামলা ও হামলার শিকার হয়েছেন। 

অন্তর্বর্তী সরকারের প্রতি তার আহবান, কারো কথায় কান না দিয়ে, অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের মধ্যে দিয়ে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক। 

বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- বরকত উল্লাহ বুলুর স্ত্রী শামীমা বরকত লাকী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যে অ্যাড. আবদুর রহিম, নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুবু আলমগীর আলো, সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাড. এবিএম জাকারিয়া, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

একাত্তর/এসি
নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারের হকার্স মার্কেটে আগুন লেগে অন্তত ছয়টি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
যারা দেশকে ১৯৪৭ এর আগে নিয়ে যেতে চায়, যারা ’৫২ ও ’৭১ স্বীকার করে না এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা স্বীকার করে না, তারা এ দেশে জনগণের কাছে ভোট চাওয়ারও অধিকার রাখে না। একাত্তর...
নোয়াখালীর বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ১৫তম ব্যাচের এক ছাত্রীকে (২১) সিএনজি চালিত অটোরিকশাতে হেনস্তার প্রতিবাদে শিক্ষার্থীরা সড়কে ব্লকেড কর্মসূচি পালন করছে।
নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি যাওয়া সেই শিশুকে সাঁড়াশি অভিযানে উদ্ধার করেছে র‍্যাব। এসময় বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থা -ডিবি পুলিশও উপস্থিত ছিলো। 
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় বেশ কয়েকজন হুথি কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
এবার দৈনিক যায়যায়দিন পত্রিকার ‘ডিক্লারেশন’ (প্রকাশনার অনুমতি) পেয়েছেন পত্রিকাটির সাবেক সম্পাদক শফিক রেহমান। ১৮ বছর পর পত্রিকাটি ফিরে পেলেন তিনি।
যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মঙ্গলবার ভোরে ব্যাপক আকারে বিমান হামলা শুরু করেছে ইসরাইল। ভয়াবহ এসব হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৪০৪ জন।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৯ মাস ধরে আটকে থাকার পর অবশেষে পৃথিবীতে ফিরছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত