সেকশন

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
 

অনুপাত সম্পর্কে অজ্ঞরা অনুপাত নির্বাচন চায়: সালাহউদ্দিন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০১ পিএম

যারা অনুপাত নির্বাচন চায় তাদের বাংলাদেশের সম্পর্কে অনুপাত জ্ঞান নাই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। একই সঙ্গে সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন না পিছিয়ে এ বছরের ডিসেম্বরেই সাধারণ নির্বাচন দাবি জানিয়েছেন তিনি।  

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজারের মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, কেউ স্থানীয় সরকার নির্বাচনের জন্য জীবন দেয়নি, তারা জাতীয় সংসদ নির্বাচনের জন্য জীবন দিয়েছে। সুতরাং জাতীয় সংসদ নির্বাচন সর্বাগ্রে হতে হবে।

সমাবেশে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, দলটি এখন রাজনৈতিকভাবে মৃত। শেখ হাসিনা কাফনের কাপড় পরে দিল্লি গিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। আওয়ামী লীগের বিচার দেশের সব গণতান্ত্রিক শক্তি চায়।

তার অভিযোগ, শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং প্রতিবেশী দেশ থেকে গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টার জন্যও আওয়ামী লীগ দায়ি। 

এসময় অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, সংস্কার ধারাবাহিক ও চলমান প্রক্রিয়া। যা তারেক রহমান বহু দিন আগে ৩১ দফায় বলেছেন। আপনাদের সংস্কারতো কয়দিন আগের। সংস্কার জনগণকে সঙ্গে নিয়েই করতে হয়। আপনারা নির্বাচন কেন্দ্রিক সংস্কার করুন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। শেখ হাসিনার দোসরদের হাতেই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। প্রশাসনে যারা ফ্যাসিবাদের সহযোগী ছিলেন, তাদের বাদ দিতে হবে এবং যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে।

বাজার পরিস্থিতির অবনতির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, বাজারে পণ্যের সরবরাহ বাড়ান, সিন্ডিকেট ভাঙুন। জনগণ সংস্কার বোঝে না, তারা স্থিতিশীল বাজার চায়। রমজান মাসে কোনোভাবেই যেন পণ্যের দাম না বাড়ে, সে বিষয়ে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে ভ্যাট-ট্যাক্স কমিয়ে বাজার স্থিতিশীল রাখা জরুরি।

সভার সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল, সহ-সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ, ব্যারিস্টার মীর হেলাল, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরীসহ জেলা ও উপজেলার শীর্ষ নেতারা।

সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না। 

একাত্তর/এসি
কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৯ জন।
কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন)  দুপুর তিনটার দিকে কলাতলী সৈকতের সায়মন বিচ পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।
ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে আনন্দ উল্লাসে মেতেছেন হাজারো পর্যটক। পুলিশ বলছে, তারা পর্যটকের নিরাপত্তা বাড়িয়েছে; অথচ রোহিঙ্গারা ক্যাম্প থেকে বের হয়ে সমুদ্রে ঘুরছে বিনা বাধায়।
কক্সবাজারে নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) গুলিতে বাংলাদেশি দুই জেলে আহত হয়েছেন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের মধ্যে রিজিওনাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা।
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ছয় হাজার ৫৫৮ জন। বুধবার (১৮ জুন) রাত ১০টার দিকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। 
জাপান সরকার ও অন্যান্য বেসরকারি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান কর্তৃক কয়লা ও এলএনজি প্রকল্পগুলোতে বিনিয়োগ বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উদীচী সংক্রান্ত খবরে উদ্বেগ জানিয়েছেন উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত